1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাইবার সুরক্ষা অধ্যাদেশ হয়রানিমূলক ধারা বাদ, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ সীমিত আরব বসন্ত ও বাংলাদেশ বিশ্বের ক্ষুদ্রতম নদী রো আহমেদ ইমতিয়াজ বুলবুলের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিল্পী আসিফ আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শুধু রাজস্ব আদায় করবে এনবিআর বাঁওড় ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে জলমহাল নীতিমালা প্রণয়নে দেশব্যাপী স্মারকলিপি পেশ অভিনয়ের বাইরে র‌্যাম্পেও ঝলমলে রুনা খান অতি বিপ্লবী চিন্তা-ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয়: মির্জা ফখরুল

রণবীর-আলিয়ার বিয়ের তারিখ ফাঁস

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
রণবীর আলিয়া

বলিউডের দুই লাভবার্ড রণবীর আর আলিয়া। এদের বিয়ের জল্পনা-কল্পনা তুঙ্গে। সম্প্রতি ‘ব্রাহমাস্ত্র’ ছবির শুটিংয়ে উত্তরপ্রদেশের বারানাসিতে তাদের দেখা গেছে। তাদের বিয়ে কবে হবে তা নিয়ে কিছুদিন আগেও গুঞ্জন আর নানা খবর অনলাইনে ঘুরপাক খাচ্ছিল।

এবার ই-টাইমস এক প্রতিবেদনে জানাচ্ছে, তারাই প্রথমবারের মতো রণবীর আর আলিয়ার বিয়ের তারিখের জানান দিচ্ছে। আর তা এপ্রিলের ১৭ তারিখের দিকেই নির্ধারিত হয়েছে।

এ মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন দুই তারকা। একেবারে কাছের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের নিয়ে কোনো আড়ম্বর ছাড়াই বিয়ের পর্বটা সেরে ফেলবেন।

সর্বসাম্প্রতিক এক খবরে বলা হয়, তাদের বিয়ের আয়োজন চলবে ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে পারিবারিকভাবে মেহেদি আর গানের আয়োজন সেরে ফেলা হবে। এপ্রিলের এই সময়টাতে কাছের বন্ধু-পরিজনদের কোনো কাজ না রাখতে বলেছেন রণবীর-আলিয়া জুটি।

পিঙ্কভিলা জানিয়েছে, আলিয়া বিয়েতে ডন মানিশ মালহোত্রা এবং সব্যসাচীর ডিজাইন করা পোশাক বেছে নিয়েছেন। এপ্রিলের শেষের দিকে ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য পার্টির আয়োজন থাকবে। ঋষি কাপুর এবং নিতু কাপুরের মতোই চেম্বুরের আরকে হাউসে দুজন ঘর বাঁধার শপথবাক্য পাঠ করবেন বলে ঠিক করেছেন।

এর আগে ই-টাইমস এক সূত্রের বরাতে জানায়, আলিয়ার নানা এন রাজদানের শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। বার্ধক্যজনিক কারণে তিনি অনেকটা শয্যাশায়ী। তিনিও আদরের নাতনির বিয়েটা দেখতে চান। রাজদান রণবীরকে আগে থেকেই চেনেন এবং তাকে বেশ পছন্দ করেন। তিনি রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ে হচ্ছে এটা দেখতে চান। দুই পরিবারের জন্য এই বিয়ের আয়োজন জাঁকজমকপূর্ণ হওয়ার কোনো প্রয়োজন আসলে নেই। তারা দুজন ইতোমধ্যে বিবাহিত জীবন কাটাচ্ছেন। মূলত আলিয়ার নানার ইচ্ছা পূরণের জন্যই এই ছোট পরিসরের আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews