লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী এলাকায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন মাদকাসক্ত স্বামী মমিনুল ইসলাম(২৫)। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা নুরুজ্জামান বাদী হয়ে আদিতমারী থানার অভিযোগ দায়ের করার পর পরই অভিযান চালিয়ে মাদকাসক্ত মমিনুলকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মমিনুল জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী দোলাপাড়া এলাকার মোকতার আলীর ছেলে।
গৃহবধুর পরিবার ও স্থানীয়রা জানান, চার বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে হয় মমিনুল ও নুরী দম্পতির।বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হন গৃহবধূ নুরী।সংসারে সূখ ফিরবে বলে আইনের আশ্রয় নেন নি তিনি।তবে মাদকাসক্ত মমিনুলের নির্যাতন দিনদিন বাড়তে থাকে। প্রতিবেশীদের সাথে কথা বলা ও নেশার প্রতিবাদ করা পছন্দ ছিলো না স্বামী মমিনুলের।তাছাড়া নেশার জন্য টাকা প্রয়োজন হলেই যৌতুকের টাকা আনতে চাপ দিতে থাকেন স্ত্রীকে। স্ত্রী নুরী তা না আনায় গত চার দিন আগে তাকে অমানবিক নির্যাতন ও মাথার চুল ন্যাড়া করে দেয় সে।মাথা ন্যাড়া করার বিষয়টি নুরী যেন তার বাবার বড়ির কাউকে জানতে না পারে সেজন্য মোবাইল ফোনটিও বিক্রি করে দেওয়া হয়।নির্যাতনের শিকার গৃহবধূ কৌশলে গত ৭ এপ্রিল বৃহস্পতিবার তার বাবাকে নির্যাতন ও মাথা ন্যাড়া করার বিষয়টি জানালে তিনি আদিতমারি থানায় একটি অভিযোগ দায়ের।সেই অভিযোগের ভিত্তিকে থানা পুলিশ মমিনুলের বাড়িতে অভিযান চালিয়ে গৃহবধুকে উদ্ধার করে ও মাদকাসক্ত মমিনুলকে আটক করে।
নির্যাতনের শিকার গৃহবধূ নুরী বেগম জানায়, বিয়ের পরেই জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। এ কারনে প্রতিদিন নেশা করে বাড়িতে এলেই কারনে অকারনে তাকে নির্যাতন করা হতো। তাকে বাড়ি থেকে বাহির হতে দিতো না এমনকি কারও সাথে কথা বললেই তাকে সন্দেহ করা হতো। বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও তার কোন পরিবর্তন হয়নি। নুরী বলেন,প্রায়দিন তার নেশার টাকার প্রয়োজন হলে সে আমাকে আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলতো। আমি বাবা বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে চারদিন আগে আমাকে বেদম মারপিট করে মাথা ন্যাড়া করে দেয় এবং ঘরে গৃহবন্দী করে রাখে। বিষয়টি যেন আমার বাবার বাড়ির কেউ জানতে না পারি সেজন্য আমার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে বিক্রি করে দেয় সে। পরে অনেক কৌশল করে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আমার বাবাকে জানাই।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম বলেন,অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে গৃহবধূ নুরীকে উদ্ধার করা হয় এবং তার মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট