1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

শুপারী চুরির অভিযোগ গাছে বেঁধে শিশুকে নির্যাতন

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
লালমনিরহাটে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতনের স্বীকার শিশু চয়ন চন্দ্র (১২)। ছবি- অদেখা বিশ্ব
লালমনিরহাটে সুপারী চুরি করার অপরাধে চয়ন চন্দ্র (১২) নামে এক শিশুকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।
 
শনিবার (৯ এপ্রিল)  বিকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের দক্ষিন হিরামানিক এলাকায় এ ঘটনা ঘটে।
 
অভিযোগ উঠেছে ওই এলাকার প্রিয় নাথ রায় ও তার পুত্র রবিন চন্দ্র রায় শিশু চয়ন চন্দ্রকে গাছে বেঁধে নির্যাতন করেন। চয়ন চন্দ্রকে গাছে বেধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়।
 
স্থানীয়রা জানান, ওই এলাকার প্রিয়নাথ রায়ের গাছের সুপারী চুরি করে একই এলাকার মিন্টু চন্দ্রের পুত্র চয়ন চন্দ্র (১২) এমন অভিযোগ তাদের। ওই অভিযোগের জের ধরে প্রিয় নাথ রায় ও তার পুত্র রবিন চন্দ্র রায় বিকেলে হিরামানিক বাজার থেকে চয়ন চন্দ্রকে ধরে নিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে আসে। পরে গাছে বেঁধে শুরু করে নির্যাতন। এরপর গাছের বাঁধন খুলে ঘরের ভিতরে পিলারে বেধে নিয়ে গিয়ে রবিন ও তার বাবা প্রিয়নাথ পা দিয়ে পিসতে থাকে। এক পর্যায়ে চয়ন চন্দ্র অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। চয়ন চন্দ্রকে গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়।
লালমনিরহাট সদর হাসপাতালের কতব্যরত চিকিৎসক ডা. কালীপ্রসাদ রায় বলেন,রাতে একটি শিশু শারীরিক অ্যাসাল্ট নিয়ে হাসপাতালে ভতি হন।তার চিকিৎসা চলছে।
 
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, এমন ঘটনা এখানো শুনি নাই। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews