অপরাধের সংজ্ঞা ও সাজা নির্ধারণী আইন দণ্ডবিধির যে ধারায় শুধু ‘নারী ধর্ষণ’-এর কথা বলা আছে, সে ধারাটি ‘সর্বজনীন’ করতে রুল দিয়েছেন আদালত। ব্রিটিশ আমলের দণ্ডবিধি-১৮৬০-এ ‘নারী ধর্ষণ’ শিরোনামের ৩৭৫ ধারা সংশোধন করে ধারাটি ‘লিঙ্গ নিরপেক্ষ’ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
এসংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। চার সপ্তাহের মধ্যে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আইনজীবী তাপস কান্তি বল বলেন, ‘দণ্ডবিধির ৩৭৫ ধারাটি চ্যালেঞ্জ করে রিটে বলা হয়েছে, এসব সংজ্ঞায়ন কেবল ভ্যাজাইনাল পেনিট্রেশনকে রিকগনাইজ করে। কিন্তু শব্দটা যদি কেবল পেনিট্রেশন হয়, সে ক্ষেত্রে শরীরের যেকোনো জায়গায় পেনিট্রেট করলেই সেটা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। আইনে থাকা ধর্ষণের সংজ্ঞার জেন্ডার নিউট্রালাইজেশন (লিঙ্গ নিরপেক্ষতা) দাবি করেছি রিটে। ’
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট