গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের অন্তঃসত্ত্বা নারীদের মাতৃত্বকালীন মাসিক ভাতা এক হাজার টাকা করার সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে মাতৃত্বকালীন সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।
গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেহের আফরোজ। বৈঠকে কমিটির সদস্য শবনম জাহান, লুত্ফুন নেসা খান ও সাহাদারা মান্নান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দারিদ্র্য বিমোচনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচি নিয়ে আলোচনাকালে মহিলাবিষয়ক অধিদপ্তরের সব কর্মজীবী মহিলা হোস্টেলের জন্য এলাকাভিত্তিক নীতিমালা প্রণয়নের ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট