যশোর মেডিকেল কলেজ হসপিটাল বাস্তবায়ন কমিটির উদ্দ্যোগে মাস ব্যাপী গণ সাক্ষর কর্মসূচীর উদ্ভোধন করেন যশোর মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক এ্যাড আবুল হোসেন, ঘন্টা ব্যাপী উক্ত গণ সাক্ষর কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক,সাংস্কৃতিক, পেশাজীবি, ছাত্র জনতা সহ প্রায় ১ হাজার মানুষ উক্ত গণ- সাক্ষরে অংশগ্রহণ করেন।
যশোর মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটুর সঞ্চালনায় উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ,যুগ্ন আহব্বায়ক এ্যাডঃ চুন্নু সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান, মাহবুবুর রহমান মজনু,রিয়াদুর রহমান,প্রনব দাস,জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব এ্যাডঃ শরীফ নুর আলী রেজা,ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যশোর মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির আহব্বায়ক এ্যাডঃ আবুল হোসেন বলেন যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার এক যুগ পার হলেও হাসপাতাল রুপে এটি এখনো প্রতিষ্ঠা হয়নি বিধায় আমাদের এই উদ্দ্যোগ।
আমরা মাস ব্যাপী এ গণ সাক্ষর কর্মসূচীর আয়োজন করেছি জেলার লক্ষ মানুষের সাক্ষর গ্রহণ করে আমরা এটি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করবো, এবং আমাদের দাবী থাকবে অবিলম্বে যশোর মেডিকেল কলেজ ৫শ শয্যা হাসপাতাল রুপে বাস্তবায়ন করে জেলার স্বাস্থ্য সেবায় উন্নয়ন করবে।
সংগ্রামী কমিটির সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান ভিটু বলেন, আমরা আজ হাজার খানেক সাক্ষর গ্রহনের মধ্য দিয়ে এ গণ সাক্ষর কর্মসূচীর উদ্ভোধনী আজ শুরু করলাম,এবং শহরের প্রতিটা পাড়া মহল্লা সহ জেলা শহরের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা মাস ব্যাপী গণ সাক্ষর সংগ্রহ করবো এবং এ সাক্ষর শেষ করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবো।
রমজান মাসে গণ সাক্ষর কর্মসূচী সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এবং রমজানের পরে বিকালে এ কার্যক্রম চলবে বলে নিশ্চিত করেন কমিটির আহব্বায়ক এ্যাডঃ আবুল হোসেন।