1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাইবার সুরক্ষা অধ্যাদেশ হয়রানিমূলক ধারা বাদ, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ সীমিত আরব বসন্ত ও বাংলাদেশ বিশ্বের ক্ষুদ্রতম নদী রো আহমেদ ইমতিয়াজ বুলবুলের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিল্পী আসিফ আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শুধু রাজস্ব আদায় করবে এনবিআর বাঁওড় ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে জলমহাল নীতিমালা প্রণয়নে দেশব্যাপী স্মারকলিপি পেশ অভিনয়ের বাইরে র‌্যাম্পেও ঝলমলে রুনা খান অতি বিপ্লবী চিন্তা-ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয়: মির্জা ফখরুল

লালমনিরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে ভুল: দুই পরীক্ষার্থী আটক

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
লালমনিরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুই জন আটক। ছবি- অদেখা বিশ্ব

লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়  প্রশ্নপত্রে ভুল ও প্রশ্ন সরবরাহে বিলম্ব হওয়ায় ভোগান্তিতে পড়েছে শতাধিক পরীক্ষার্থী। এ ঘটনায় বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা।পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭২ জন শিক্ষাথীকে বহিস্কার করা হয়েছে। ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করায় দুই পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার লালমনিরহাট জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসব ঘটনা ঘটে।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, শিক্ষক নিয়োগ পরীক্ষায় লালমনিরহাট জেলায় ১৫হাজার ১শত ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৮শ ৭৯ জন অনুপস্থিত ছিলো। পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা সেটে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু মেঘনা,সুরমা ও পদ্মা সেটে প্রশ্নপত্র ভুল ও প্রয়োজনের তুলনায় কম প্রশ্নপত্র থাকায় শতাধিক পরীক্ষার্থী বিপাকে পড়ে। আধা ঘন্টা থেকে ১ ঘন্টা বিলম্বে পরীক্ষা শুরু হয়। এতে অনেক পরিক্ষার্থী নিয়োগ পরীক্ষা না দিয়েই বাড়িতে চলে যায়।

লালমনিরহাট আদশ ডিগ্রী কলেজ কেন্দ্রের পরীক্ষাথী আজিনুর রহমান জানান,আমরা ১১টায় পরীক্ষা দিতে এসে দেখি আমাদের মেঘনা সেটের কোন প্রশ্ন নেই।প্রশ্ন না থাকার কারনে আমাদের হল থেকে বের করে দেন।আমরা একঘন্টা অপেক্ষা করার পরও আমাদের পরীক্ষা নেয়নি।আমরা পরীক্ষা দিতে চাই।আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হোক।

ভুল প্রশ্নে পরীক্ষা দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন লালমনিরহাট সরকারী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা সাদিকা খাতুন ও আমেনা আকতার, তারা জানান, সুরমা কোডে তাদের প্রশ্ন পত্রে ক্রমিক সংখ্যার ধারাবাহিকতার ভুল ছিল। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের সাহায্য চাইলে তারা বলেন, তোমাদের কপাল খারাপ। এমন পরিক্ষার্থীর সংখ্যা অধশতের বেশ কিছু বলে তারা জানান।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী জানান,লালমনিরহাট সরকারী কলেজ, পিটিআই কলেজ ও লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ সেন্টারে মেঘনা সেটে প্রশ্নপত্র প্রয়োজনের তুলনায় কম থাকায় নির্দিষ্ট সময়ের পরে পরীক্ষা নেওয়া হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর প্রশ্ন পত্রে ভুল ও প্রশ্ন সরবরাহে বিলম্ব প্রসঙ্গে বলেন, সবকিছু সমাধান করেই পরীক্ষা সুষ্ঠ ভাবে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews