1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন

আগামী বছর সিরাজগঞ্জ-বগুড়া রেল প্রকল্পের কাজ শুরু হবে : মন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি-
  • প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
সিরাজগঞ্জ-বগুড়া রেল লাইনের সম্ভাব্য প্রকল্প এলাকা সিরাজগঞ্জের রায়পুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী। ছবি- সংগৃহীত

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী ২০২৩ সালে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইন স্থাপন প্রকল্পের কাজ শুরু হবে। এ প্রকল্প বাস্তবায়নে টাকা সংগ্রহ হয়েছে। এ বছরই প্রকল্পের টেন্ডার আহ্বান করা হবে।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ-বগুড়া রেল লাইনের সম্ভাব্য প্রকল্প এলাকা সিরাজগঞ্জের রায়পুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, প্রকল্পের স্থান নির্ধারনের জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে, ফিজিবিলিটি স্টাডি চলছে। আমরা এখন কোন স্থান দিয়ে রেল লাইন যাবে, কয়টা ব্রিজ হবে এইগুলোর সম্ভাব্যতা যাচাই করছি।

পরিদর্শনকালে সিরাজগঞ্জের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও রেলওয়ের ঊর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে সিরাজগঞ্জের রায়পুর স্টেশনে আয়োজিত সভায় যোগ দেন রেলমন্ত্রী।

রেলওয়ে সূত্রে জানা যায়, বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে সরাসরি বঙ্গবন্ধু সেতু দিয়ে এ ট্রেন সার্ভিস চালু হলে বগুড়াসহ উত্তরের জেলার ট্রেন যাত্রীদের প্রায় ২০০ কিলোমিটার পথ কমে আসবে। সেই সঙ্গে খরচ কমে উত্তরের ট্রেন যাত্রীদের আর্থিক ভাবে সাশ্রয় হবেন। এ ছাড়া সড়ক পথ হয়ে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, রংপুর, নীলফামারি, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট কুড়িগ্রাম জেলার ঢাকাগামীরা এ রেলপথে যাতায়াত করতে পারবে। এ কারণে সড়ক পথের যানজট ও রেলপথের দুর্ভোগ থেকে বগুড়া ও সিরাজগঞ্জসহ উত্তরের যাত্রীরা রেহাই পাবেন। এই পথে বগুড়া থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর শহীদ এম, মনসুর আলী স্টেশনের দুরত্ব হবে ৭২ কিলোমিটার। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। ২০১১ সালের ৯ এপ্রিল সিরাজগঞ্জে এবং ২০১৫ সালে বগুড়ায় দলীয় পৃথক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ স্থাপনের ঘোষণা দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews