1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাইবার সুরক্ষা অধ্যাদেশ হয়রানিমূলক ধারা বাদ, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ সীমিত আরব বসন্ত ও বাংলাদেশ বিশ্বের ক্ষুদ্রতম নদী রো আহমেদ ইমতিয়াজ বুলবুলের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিল্পী আসিফ আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শুধু রাজস্ব আদায় করবে এনবিআর বাঁওড় ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে জলমহাল নীতিমালা প্রণয়নে দেশব্যাপী স্মারকলিপি পেশ অভিনয়ের বাইরে র‌্যাম্পেও ঝলমলে রুনা খান অতি বিপ্লবী চিন্তা-ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয়: মির্জা ফখরুল

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় রাশিয়া: রুশ কম্যান্ডার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
ইউক্রেনে রাশিয়ান সামরিক বহর। ছবি- সংগৃহীত

রাশিয়ার জ্যেষ্ঠ একজন কমান্ডার বলেছেন, দক্ষিণ ইউক্রেনের পাশাপাশি পূর্ব দনবাস অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য রয়েছে রাশিয়ার। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভকে উদ্ধৃত করে বলা হয়েছে, ক্রিমিয়াতে একটি স্থলসেতু তৈরি করার অনুমতিও দেবে মস্কো।

তিনি আরো বলেছেন, এই সেতু তৈরির ফলে মলদোভার রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়াতে মস্কোর প্রবেশে সুবিধা হবে। ট্রান্সনিস্ট্রিয়া হলো ইউক্রেনের সীমান্তবর্তী ছোট অঞ্চল।

মেজর জেনারেল মিনেকায়েভের মন্তব্য, ক্রেমলিন থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কি না, তা স্পষ্ট নয়। তবে ইন্টারফ্যাক্স এবং তাস নিউজ এজেন্সিসহ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমেও তাকে ব্যাপকভাবে উদ্ধৃত করে খবর প্রচার করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বিবিসির স্টিভ রোজেনবার্গকে বলেছেন, তারা জেনারেল রুস্তমের মন্তব্যের সত্যতা যাচাই করে দেখছেন। তাঁর কথাগুলো সঠিক হলে আগামী সপ্তাহগুলোতে রাশিয়ার সম্ভাব্য পরিকল্পনাগুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাশিয়া আগামী দিনগুলোতে পূর্ব ইউক্রেনে এবং দক্ষিণাঞ্চলে আক্রমণ জোরদার করতে পারে। তিনি আরো বলেছেন, সামনের দুই সপ্তাহ যুদ্ধের ফল নির্ধারণ করে দিতে পারে।

মলদোভা রুশ জেনারেলের এই মন্তব্যের জন্য মস্কোর রাষ্ট্রদূতকে তলব করেছে। মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ জেনারেলের মন্তব্যকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছে।
সূত্র : বিবিসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews