ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে জায়ান্ট পিএসজি। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ লেনস। ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচে জিতলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে মেসি-নেইমারদের ক্লাবটির।
৩৩ ম্যাচ শেষে পিএসজি ৭৭ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে ৩৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে লেনস। দুই দলের পয়েন্টের ব্যবধান ২৪। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।
পিএসজির গত ম্যাচে ছিলেন না লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। মেসি খেলতে পারেননি ইনজুরির কারণে আর নেইমার ছিলেন না নিষেধাজ্ঞার কারণে।
গত মৌসুমে কিলিয়ান এমবাপ্পে, নেইমার, আনহেল দি মারিয়ার মতো তারকা নিয়েও লিগ শিরোপা হারায় লিলের কাছে। অর্থনৈতিক সংকটে সেরা খেলোয়াড় আর কোচকে ছাড়তে বাধ্য হয়েছে লিল। তারা এখন ৯ নম্বরে। লিওনেল মেসি, সের্হিয়ো রামোস, আশরাফ হাকিমিদের দলে ভিড়িয়ে শিরোপা উদ্ধারের দুয়ারে তারা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট