1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

বাল্যবিবাহকে না বলতে শেখা জরুরী

শামসুন নাহার
  • প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
ফারজানা ব্রাউনিয়া আমি আপনার সাথে একমত। আপনি একটি মহত কাজ করছেন।১৮ বছরের আগে মেয়েদের বিয়ে হলে তাদের অনেক শারীরিক জটিলতার মুখোমুখি হতে হয়। এ নিয়ে হয়েছে বহু লেখালেখি, দেশের আইন আছে, তারপরও মানুষ বিভ্রান্ত হয় এবং ক্ষতি করে নিজের কন্যা সন্তানের।একটা মেয়েকে যত দুর্বল করে রাখবে তত তার উপর অত্যাচার করতে এ সমাজের সহজ হবে। এমন কথা বললে আপনাকে সমাজ ছেড়ে দেবে, এমন ভাবার কারণ নেই – তারা বেগম রোকেয়ার মতো মহিয়সীকেও ছাড়েননি, আপনাকে কেন ছাড়বে।
আপনার ২১ বছরে বিয়ে হয়েছে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেননি কথাটি এক জলন্ত সত্য। আমরা এ সমাজের বেশীরভাগ মেয়েরা পারি না। কারণ আমাদের সমাজ না বলা শেখায় না, মেয়েরা যত দুর্বল হবে তত তাদের সমাজ শোষণ করতে সুবিধা হবে। এটাই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের উপর খড়্গ চালানোর উপায়।
আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নারী সচেতনতা বৃদ্ধিকল্পে বাল্যবিবাহ রোধ এবং নারী ও শিশুর পুষ্টি নিয়ে কাজ করছেন মানে সাপের গর্তে হাত দিয়েছেন। তাই কিলবিল করে সব সাপ ফনা তুলে চারপাশে ফোঁসফোঁস করা শুরু করেছে। আপনি এসবে বিচলিত হবেন না কারণ সাপের বিষের প্রতিষেধক বাজারে আছে আর সব সাপ বিষাক্ত নয়, বেশীরভাগ অবুঝ ডোরা সাপ। আজ কিলবিল করছে কাল এরাই আপনার প্রশংসায় পন্চমুখ হবে।
আর রইলো আপনার ব্যক্তিগত জীবন সেটা ব্যক্তিগত থাক- মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ঘাঁটাঘাঁটি না করলে আমাদের সমাজের ঘুম আসে না। আপনি ভাল থাকুন।যাদের সাতে বা সত্তরে উন্নতি হয়নি তাদের জন্য আমাদের চিন্তা নয় বরং যারা উন্নতি করতে চায়, তাদের জীবনটা যেন সুন্দর হয় সেটাই আমাদের চেষ্টা।
বাল্যবিবাহ কেনো ঠিক নয় তার উপর একটা ভাল লেখা পড়লাম, কারো মন চাইলে পড়বেন। আজ যারা সোশ্যাল মিডিয়ায় আপনার কথায় ট্রলের ঝড় তুলছে তারা কিন্তু তাদের মেয়েদের ধর্মমতে পিরিয়ড হলেই বিয়ে দেন না- তারপরও মাইয়া মানুষ এতো বড় বড় কথা বলবে – দেশে কি কি শিক্ষিত ব্যাটা কম আছে?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews