দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমেছে। ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের সোনার পাশাপাশি কমানো হয়েছে সব ধরনের সোনার দাম।
গতকাল সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটি এক বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বুলিয়ান মার্কেটে সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট