বাংলাদেশ সফররত ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন গতকাল মঙ্গলবার কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। এ সময় শিবিরের জীবনসহ নানা বিষয় নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন মিয়ানমারে তাদের ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা। রাজকুমারী গতকাল সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে পৌঁছান।
প্রথমে তিনি ৫ নম্বর ক্যাম্পে যান। পরে ৬ ও ৮ নম্বর ক্যাম্পে ডেনমার্কের সংস্থা ড্যানিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখেন।
ড্যানিশ রাজকুমারী রোহিঙ্গা ক্যাম্প-৫ সিআইসি অফিসে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ মো. রেজওয়ান হায়াত, ১৪ এপিবিএন কক্সবাজারের অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক, ক্যাম্প-৫-এর সিআইসি মাহফুজুর রহমান এবং ডিআরসির কর্মকর্তারা।
এপিবিএন-১৪-এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক জানান, ক্যাম্প-৫ সিআইসি অফিসে তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি রোহিঙ্গা ক্যাম্প-৮-ওয়েস্ট, ওয়াচ টাওয়ার থেকে রোহিঙ্গা ক্যাম্পের দৃশ্য অবলোকন করেন। পরে রোহিঙ্গা ক্যাম্প-৬-এর ব্লক-ডি/০৮ এবং বি/০৮ এর প্রায় ২০টি নতুন শেড পরিদর্শন করেন। এ সময় তিনি বেশ কিছু রোহিঙ্গা শিশুর সঙ্গে ছবি তোলেন। পরে রোহিঙ্গা কো-অর্ডিনেশন সেন্টারে আরআরআরসি কমিশনার, সব ক্যাম্প সিআইসি ও অন্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানেই মধ্যাহ্নভোজ করেন তিনি।
মধ্যাহ্নভোজ শেষে ৯ জন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন রাজকুমারী। তাদের কাছে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের কথা শোনেন। সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেন। এ সময় তাঁকে রোহিঙ্গা ক্যাম্পে ডিআরসির অন্যান্য কার্যক্রম বিষয়ে জানানো হয়।
এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজকুমারী ক্যাম্পের মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। তিন দিনের সফরে গত সোমবার সকালে বাংলাদেশে আসেন ড্যানিশ রাজকুমারী। আজ বুধবার সকালে রাজকুমারী হেলিকপ্টারে সাতক্ষীরার উদ্দেশে কক্সবাজার ছেড়ে যাওয়ার কথা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট