সম্প্রতি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পশারী কর্তৃক জনসম্মুখে উদীচী বগুড়ার সদস্য, বীর মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষিকা তানজিয়া বিন রাজ্জাক শাওনকে শ্লীলতাহানির চেষ্টা এবং তাকে ও তাঁর স্বামীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দিতে গেলে পুলিশ ঐ শিক্ষিকার অভিযোগ না নিয়ে কাউন্সিলরের অভিযোগ সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদ।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু ও সাধারণ সম্পাদক এস এম শাহিদুর রহমান বিপ্লব এক যুক্ত বিবৃতিতে বলেন, “উদীচীর সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষিকা তানজিয়া বিন রাজ্জাক শাওনকে মারধোর ও লাঞ্ছিত করে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু সহ ভাড়াটিয়া গুন্ডারা। বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার দেশ শাসন করা অবস্থায় একজন মুক্তিযোদ্ধার সন্তান যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে কাউন্সিলর হিরুসহ হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থার দাবি করছি। যদি বিচার নিয়ে তালবাহানা করা হয় তাহলে সকল সাংস্কৃতিক কর্মীদের নিয়ে উদীচী দূর্বার আন্দোলন গড়ে তুলবে।”