আমায় নিয়ে চল
যেখানে সাঁঝবাতিরা তুলসিতলে
চুপিচুপি গল্প বলে
মাটির টানে আকাশ আসে
চাঁদ ওঠে ঐ আলের পাশে
চুকিতকিত খেলব আমি
জ্যোৎস্না নদী ভাসব আমি
অনেককালের একটি দিনে
ভালোবাসায় হাঁটব আমি
তুফানতোলা মনের সাথে
খেলব খেলার ছল।
আমায় নিয়ে চল।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট