রুক্ষমাটি স্নিগ্ধ হল
তোমার আবেশ মিশে,
ভিজিয়ে দিলে ভিতর-বাহির
নতুন তুমি এসে।
কলকলিয়ে উঠল কথা
কোন অতলের শেষে,
বহুযুগের ওপার হতে
সুর এল যে ভেসে।
সন্ধ্যা তিমির বসল এসে
প্রভাত রবির দেশে,
চুপকথাতে ডাক দিল সে
ভালোবাসার পাশে।
সিঞ্চন হল মন
সুর পেল এই প্রান,
নতুন আমি বাঁচব আবার
পেরিয়ে ভাঁটার টান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট