রামধনু রঙ মিলিয়ে নিতে
চল হাঁটি আজ সন্ধ্যাপথে
অস্তরবির আলোর সাথে
হারিয়ে যাওয়া গানের প্রাতে।
বাঁধভাঙা ঐ হাসির সুখে
পালতোলা ঐ নদীর বুকে
হঠাৎ ভীষন খুশীর মতো
চমকে চাওয়া পাখির সাথে।
মিলিয়ে নিতে আলো আশায়
মন ভাসি ঐমেঘের ভাষায়
জোরসে টানা শ্বাসের পাশে
জীবন যেন মুচকি হাসে। ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট