চট্টগ্রাম থেকে রপ্তানি পণ্য নিয়ে প্রথমবারের মতো লিভারপুলের উদ্দেশে রওনা দিয়েছে জাহাজ ‘এমভি এমো’। এর মধ্য দিয়ে চট্টগ্রাম-যুক্তরাজ্য সরাসরি জাহাজ চলাচল শুরু হলো।
গতকাল শুক্রবার দুপুরে ১৮২ একক রপ্তানি পণ্য বোঝাই কনটেইনার নিয়ে জাহাজটি বন্দর ছেড়ে যায়। জাহাজটি আগামী ১১ জুন লিভারপুল পৌঁছবে। পরে লিভারপুল থেকে জাহাজটি নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে যাবে।
এর আগে চট্টগ্রাম থেকে যুক্তরাজ্যগামী কনটেইনারবাহী জাহাজগুলোকে প্রথমে সিঙ্গাপুর কিংবা কলম্বো হয়ে যুক্তরাজ্য যেতে হতো। পরে সেই জাহাজগুলো থেকে কনটেইনারগুলো ইউরোপগামী বড় জাহাজে তুলে দেওয়া হতো।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট