পাখির ডানায় ভোরের আলোয়
শিশির ভেজা হর্ষে
দগ্ধ হোক কষ্ট ।।
পথপাশে অবশিষ্ট
উড়িয়ে দিয়ে ঝড়ের সাথে
পুড়িয়ে দিয়ে আঁধার রাতে
নতুন আলোয় পথ চিনে
নেব জিয়নকাঠির স্পর্শে
আকাশজোড়া আলোর স্নানে
অনেকদিনের একটি গানে
প্রানের সাথে ভাসব।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট