আসন্ন বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পল্লীরেশন চালু, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি চালু ও মজুরি ৫০০ টাকা নির্ধারণ , চিকিৎসা , বয়স্কদের পেনশন , সন্তানদের বিনামূল্যে শিক্ষার জন্য পর্যাপ্ত পৃথক বরাদ্দের দাবিতে অদ্যই ২৬ মে বুধবার বিকাল ৫ টায় দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির উদ্যোগে বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ সভাপতিত্ব করেন ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায় বাবুন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা। সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান ঝিলাম এবং ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে তাদের দাবিগুলো বাস্তবায়নের দাবি জানান।