প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে দুই বছরের বেশি সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল রবিবার থেকে আবার দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথম দিন মৈত্রী এক্সপ্রেসে পশ্চিমবঙ্গের কলকাতার পথে ঢাকা ছাড়েন ১৬৫ জন। আর কলকাতা থেকে বন্ধন এক্সপ্রেসে খুলনায় আসেন ১৯ যাত্রী।
রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে গতকাল সকাল সোয়া ৮টায় ট্রেনযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার। এখন থেকে সপ্তাহে পাঁচ দিন নিয়মিত এই ট্রেন চলাচল করবে। আর আগামী ১ জুন ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির পথে যাত্রা করবে নতুন ট্রেন মিতালী এক্সপ্রেস।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট