বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের ৩৩ তম জেলা সম্মেলন ১১ জুনের পরিবর্তে ১৮ জুন শনিবার অনুষ্ঠিত হবে।
“বেজে উঠলো কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি” এই স্লোগান কে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের ৩৩ তম জেলা সম্মেলন আগামী ১৮ জুন ২০২২ শনিবার অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৫/০৫/২২ তারিখে ১১ জুন সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা শুরু হওয়াসহ বিভিন্ন কারণবশত আজ ০৭/০৬/২০২২ ইং মঙ্গলবার সকাল ১১ টায় জেলা কমিটির এক জরুরি সভায় এই তারিখ পরিবর্তনের সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী সমাবেশ সকাল ১১ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় এবং বিকাল ৩ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
সম্মেলন সফল করতে জেলা সংসদের নেতৃবৃন্দ সকল সাবেক, বর্তমান, শুভাকাঙ্ক্ষী এবং আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সহযোগিতা কামনা করেন।