1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সবজির বাজারে উত্তাপ, চড়া দাম মাছ-মুরগির ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস সোনাতলায় গুড্মর্নিং কেজি স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন’ বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত ঢাকায় “ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরসনে রেমেডিয়াল এডুকেশন” শীর্ষক মতবিনিময় তরুণরা যে বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান—শিক্ষা উপদেষ্টা সংসদে সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১৫০ করাসহ সরাসরি নির্বাচনের দাবি ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন দিলেন ট্রাম্প শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, ৪৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বন্দি ইউক্রেনীয় যোদ্ধাকে নিয়ে গেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুন, ২০২২

মারিওপোল শহরে আত্মসমর্পণকারী ইউক্রেনীয় যোদ্ধাদের তদন্তের জন্য রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

তাসের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, এক হাজারেরও বেশি সেনাসদস্যকে রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে। ইউক্রেনের আরো বন্দিদের রাশিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে।

তবে ইউক্রেন জানিয়েছে, তারা সব বন্দিদের ফেরত নিয়ে আসার ব্যাপপারে কাজ করছে। অন্যদিকে রাশিয়ার কিছু আইনপ্রণেতা বন্দিদের বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন।

মারিওপোল রক্ষার চেষ্টায় প্রাণ হারানো ইউক্রেনীয় যোদ্ধাদের মরদেহ কিয়েভে পৌঁছেছে। নিহত সেনাদের স্বজনদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

নিহত সেনাদের পরিবারের লোকজন বলেছে, রাশিয়ার সঙ্গে বিনিময়ের অংশ হিসেবে ১৬০ জনের দেহ গ্রহণ করেছে ইউক্রেন। সমান সংখ্যক মরদেহ ইউক্রেন ফেরত দিয়েছে বলেও দাবি করেছেন তারা। তবে এ ব্যাপারে মস্কোর তরফ থেকে কোনো মন্তব্য জানা যায়নি।

ইউক্রেনীয় যোদ্ধারা আজভস্তাল ইস্পাত কারখানায় বেশ কয়েক সপ্তাহ আটকে ছিল। গত মে মাসে বেঁচে যাওয়া যোদ্ধাদের ধরে নিয়ে গেছে রাশিয়া।

এক হাজারের বেশি ইউক্রেনীয় যোদ্ধাকে মারিওপোল থেকে ধরে নিয়ে গিয়ে রুশ নিয়ন্ত্রিত এলাকায় রাখা হয়। পরে তদন্তের কথা বলে তাদের রাশিয়ায় নিয়ে যাওয়া হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে বলেছেন, তিনি মনে করেন- আড়াই হাজারের বেশি যোদ্ধাকে আজভস্তাল থেকে বন্দি করেছে রাশিয়া। ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে সীমান্তরক্ষী, পুলিশ এবং আঞ্চলিক বাহিনীও রয়েছে।

মস্কোর দাবি, ইউক্রেনীয় বাহিনী আজভস্তালে আত্মসমর্পণে বাধ্য হয়েছে। তবে কিয়েভ বলেছে, আজভস্তালের যোদ্ধারা দখলদার বাহিনীকে অন্য স্থানে মোতায়েন হতে দেয়নি। শেষ পর্যন্ত লড়ে লক্ষ্য অর্জন করার পর কর্তৃপক্ষের নির্দেশে নিজেদের জীবন বাঁচিয়েছে।
সূত্র: বিবিসি, আলজাজিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews