1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পশ্চিম বঙ্গের কবি মনিকা রায়ের কবিতার ডায়েরি থেকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা মতিন কাজীর চিকিৎসার খোঁজ নিলেন ভিপি সাইফুল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনাতলায় কৃষকদলের রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত সোনাতলায় মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনাতলায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা সচিবালয় দিয়ে সরকারি অফিসে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের যাত্রা শুরু – পরিবেশ উপদেষ্টা সোনাতলার পাকুল্লায় কৃষকদলের রাজনৈতিক প্রশিক্ষণ সোনাতলায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

রাজ্যসভা নির্বাচন: হরিয়ানা ও মহারাষ্ট্রে বিজেপি জিতেছে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২

ভারতের রাজ্যসভা নির্বাচনে রাজস্থানে বিজেপি সমর্থিত নির্দলীয় প্রার্থী সুভাষ গোয়েল হেরে গেলেও হরিয়ানায় বিজেপি সমর্থিত নির্দলীয় প্রার্থী জিতেছে। মহারাষ্ট্রে শিবসেনার বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে তৃতীয় আসন জিতেছে বিজেপি। যার জেরে অস্বস্তিকর পরিস্থিতিতে কংগ্রেস ও শিবসেনা।

হরিয়ানা থেকে রাজ্যসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ অজয় মাকেন। তিনি জিতেছেন, এই খবর প্রথমে ছড়িয়ে পড়ে। কংগ্রেস নেতা-কর্মীরা কার্যত উৎসবও শুরু করে দেন। টুইটারেও অভিনন্দন বার্তা চলতে থাকে।

হরিয়ানা থেকে রাজ্যসভার সদস্য মনোনীত হওয়ার খবরে অজয় মাকেনকে অনেকেই অভিনন্দন বার্তা পাঠান। কিন্তু শেষে জানাযায়, জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত নির্দলীয় প্রার্থী কার্তিকেয় শর্মা।

কংগ্রেস বিধায়ক ভারতভূষণ বাত্রা পরে সাংবাদিকদের বলেছেন, খুব অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন অজয় মাকেন। অবশ্য কার্তিকেয় শর্মার অন্য পরিচিতিও রয়েছে। তিনি সাবেক কংগ্রেস মন্ত্রী বিনোজ শর্মার ছেলে এবং কংগ্রেস নেতা কুলদীপ শর্মার জামাই।

গতকাল চারটি রাজ্যের ১৬ টি আসনে রাজ্যসভা নির্বাচন হয়। এর মধ্যে হরিয়ানা ছিল অন্যতম। এর আগে গত সপ্তাহে ১১ টি রাজ্য থেকে ৪১ জন প্রার্থী রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে মহারাষ্ট্রের ষষ্ঠ আসনের নির্বাচনের দিকেও সবাই তাকিয়ে ছিলেন। তবে হরিয়ানার মতো আগে জয় ধরে নিয়ে উৎসব পালন সেখানে শুরু হয়নি। সেখানে শিবসেনার সঞ্জয় পাওয়ারকে হারিয়েছেন বিজেপির ধনঞ্জয় মহাদিক।

শুক্রবার মহারাষ্ট্র থেকে অন্য বিজয়ীরা হলেন পীযূষ গোয়েল, অনিল বন্ডে, কংগ্রেসের ইমরান প্রতাপগড়ী, এনসিপির প্রযুন প্যাটেল, শিবসেনার সঞ্জয় রাউত। যেখানে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪১ টি করে ভোট, সেখানে পীযুষ গোয়েল এবং অনিল বন্ডে পেয়েছেন ৪৮ টি করে ভোট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews