ভারতের রাজ্যসভা নির্বাচনে রাজস্থানে বিজেপি সমর্থিত নির্দলীয় প্রার্থী সুভাষ গোয়েল হেরে গেলেও হরিয়ানায় বিজেপি সমর্থিত নির্দলীয় প্রার্থী জিতেছে। মহারাষ্ট্রে শিবসেনার বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে তৃতীয় আসন জিতেছে বিজেপি। যার জেরে অস্বস্তিকর পরিস্থিতিতে কংগ্রেস ও শিবসেনা।
হরিয়ানা থেকে রাজ্যসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ অজয় মাকেন। তিনি জিতেছেন, এই খবর প্রথমে ছড়িয়ে পড়ে। কংগ্রেস নেতা-কর্মীরা কার্যত উৎসবও শুরু করে দেন। টুইটারেও অভিনন্দন বার্তা চলতে থাকে।
হরিয়ানা থেকে রাজ্যসভার সদস্য মনোনীত হওয়ার খবরে অজয় মাকেনকে অনেকেই অভিনন্দন বার্তা পাঠান। কিন্তু শেষে জানাযায়, জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত নির্দলীয় প্রার্থী কার্তিকেয় শর্মা।
কংগ্রেস বিধায়ক ভারতভূষণ বাত্রা পরে সাংবাদিকদের বলেছেন, খুব অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন অজয় মাকেন। অবশ্য কার্তিকেয় শর্মার অন্য পরিচিতিও রয়েছে। তিনি সাবেক কংগ্রেস মন্ত্রী বিনোজ শর্মার ছেলে এবং কংগ্রেস নেতা কুলদীপ শর্মার জামাই।
গতকাল চারটি রাজ্যের ১৬ টি আসনে রাজ্যসভা নির্বাচন হয়। এর মধ্যে হরিয়ানা ছিল অন্যতম। এর আগে গত সপ্তাহে ১১ টি রাজ্য থেকে ৪১ জন প্রার্থী রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে মহারাষ্ট্রের ষষ্ঠ আসনের নির্বাচনের দিকেও সবাই তাকিয়ে ছিলেন। তবে হরিয়ানার মতো আগে জয় ধরে নিয়ে উৎসব পালন সেখানে শুরু হয়নি। সেখানে শিবসেনার সঞ্জয় পাওয়ারকে হারিয়েছেন বিজেপির ধনঞ্জয় মহাদিক।
শুক্রবার মহারাষ্ট্র থেকে অন্য বিজয়ীরা হলেন পীযূষ গোয়েল, অনিল বন্ডে, কংগ্রেসের ইমরান প্রতাপগড়ী, এনসিপির প্রযুন প্যাটেল, শিবসেনার সঞ্জয় রাউত। যেখানে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪১ টি করে ভোট, সেখানে পীযুষ গোয়েল এবং অনিল বন্ডে পেয়েছেন ৪৮ টি করে ভোট।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট