-তুহিন কান্তি
আজ ১২ জুন। হিল উইমেন’স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী নেতা কল্পনা চাকমা অপহরণের দিন।
১৯৯৬ সালের ১২ জুন রাতের অন্ধকারে নিজ বাড়ি থেকে অপহৃত হন কল্পনা চাকমা। পাহাড় কেটে গ্রামের পর গ্রাম উজাড় করে দিয়ে পাহাড়িদের উচ্ছেদ ও তাদের জমি দখল করে নেওয়া সেটেলার আর আইনশৃঙ্খলা বাহিনীর নিপীড়নকারীদের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন মাত্র তেইশ বছর বয়স থেকেই। গহীন পাহাড়ের নির্যাতিত মানুষদের পক্ষে অবস্থান নেওয়া প্রতিবাদী এক কন্ঠস্বর কল্পনা চাকমাকে আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেনি রাষ্ট্রযন্ত্র। কল্পনা চাকমা নিখোঁজ মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে ৩৫ বার। তবুও মামলাটি এগোয়নি। উপরন্তু ২০১৬ সালে মামলাটি ক্লোজ করে দেওয়া হয়। কল্পনার ফিরে আসার অপেক্ষায় আজও তার অন্ত্যেষ্টিক্রিয়া সপন্ন করেনি তার পরিবার।
কোথায় আছেন দৃঢ়চেতা সংগ্রামী নেতা কল্পনা চাকমা? এর জবাব কে দেবে??