ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আজ বুধবার থেকে। দেশের এক কোটি নিম্ন আয়ের মানুষকে কম দামে পণ্য দিতে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামছে সরকারের এ প্রতিষ্ঠানটি। এবার ভিন্ন ব্যবস্থায় বিক্রি করা হবে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল—এই তিন পণ্য। ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।
ডিলারের মাধ্যমে নির্দিষ্ট সেলস পয়েন্ট থেকে দেওয়া হবে পণ্য। আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম। জানা গেছে, ঢাকা সিটি ও বরিশাল সিটিতে কার্ড তৈরির কাজ শেষ না হওয়া এবং কিছু পণ্য এখনো হাতে না পাওয়ার কারণেই এক সপ্তাহ পেছানো হয়েছে বিক্রি কার্যক্রম।
টিসিবি সূত্র জানায়, সারা দেশে এক কোটি দরিদ্র পরিবারকে দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি করে চিনি দেওয়া হবে। তবে এই তিন পণ্যের দাম নতুন করে আর বাড়ানো হচ্ছে না।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট