পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহর ছাড়তে সামরিক বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছে ইউক্রেন। বিবিসি জানিয়েছে, রুশ বাহিনীর তীব্র হামলার মুখে কিয়েভ এ সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের সৈন্যদের সেভেরোদোনেৎস্ক শহর থেকে সরে নতুন জায়গায় অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের বাহিনীর মধ্যে সেভেরোদোনেৎস্কের দখল নিতে কয়েক মাস ধরে তুমুল লড়াই চলছে।
দুই পক্ষের লড়াইয়ে শহরটির ৯০ শতাংশ ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
লুহানস্কের আঞ্চলিক প্রধান সেরহি হাইদাই স্থানীয় সময় শুক্রবার সকালে ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, সেভেরোদোনেৎস্কের ওপর কয়েক মাস টানা গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় সেনাবাহিনীকে পিছু হটে নতুন জায়গায় অবস্থান নিতে বলা হয়েছে। সেখান থেকে লড়াই চালানো হবে।
পূর্ব ইউক্রেনের প্রধানত রুশভাষী অঞ্চল লুহানস্ক; রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য সেটি প্রধান অগ্রাধিকার। পুতিন দাবি করেছেন, দনবাসে রুশ ভাষাভাষীরা গণহত্যার শিকার হয়েছে; ইউক্রেনে তার আগ্রাসনের মূল যুক্তি এটি।
অন্যদিকে ইউক্রেন অভিযোগ করে আসছে- নির্বিচারে বোমা হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে ইউক্রেনে গণহত্যা চালিয়ে আসছে মস্কো।
সূত্র: বিবিসি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট