পদ্মা সেতু থেকে নজরটা ঘুরিয়ে এখন সমগ্র বাংলাদেশের প্রতি নজর দিন। তাও যদি না পারেন নিজের চরকায় তেল দিন। অনেক হয়েছে। পদ্মা সেতু মানুষের দ্রুত সময়ে নদী পারাপারের জন্য হয়েছে এবং তা সর্বসাধারনের জন্য উন্মুক্ত হয়েছে। এখন যে কেউ এই সেতু দিয়ে পারাপার হতে পারেন। পদ্মা সেতুর আগে যমুন নদীর উপর বঙ্গবন্ধু সেতু হয়েছে এই সেতুর গুরুত্বও কম নয়। বর্তমানে বঙ্গবন্ধু রেল সেতুও হচ্ছে। এরপর পাটুরিয়া দৌলতদিয়া সেতু হবে, জামালপুর গাইবান্ধা অথবা বগুড়া যমুনা ২য় সেতু হবে, ভোলা বরিশাল সেতু হবে। দুই গ্রামের সংযোগে ছোট একটা কালভার্ট বা সেতু হবে। প্রত্যেক সেতুর গুরুত্ব ভিন্ন ভিন্ন এঙ্গেল থেকে কারো চেয় কেউ কম নয়।
অনেকগুলো সমস্যার মধ্যে পদ্মা সেতুর মাধ্যমে একটা সমস্যা সমাধান হয়েছে। এই সেতুতেই যে দেশের সকল সমস্যা সমাধান হবে তা কিন্তু নয়। দেশে অনেক বড় বড় সমস্যা এখনও রয়ে গেছে। সেদিকে সবাই মনোনিবেশ করুন। মন খারাপ থাকলে পদ্মা সেতু পরিদর্শনে যেতে পারেন। তবে সমস্যা হলো বাইক নিয়ে আর যেতে পারবেন না। মোতা বন্ধ করার জন্য বাইক চলাচল বন্ধ করা হয়ছে। এই সেতু যেহেতু দেশের সম্পদ সেহেতু এটার সঠিক ব্যবহার করা আমার আপনার সকলের নৈতিক দায়িত্ব।
দেশে কোন কোন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। সেখানকার মানুষ খাদ্য সংকটে ভুগছে। কোথাও কোথাও পানি কমতে শুরু করেছে। পানি কমার সাথে সাথে সেখানে বিভিন্ন রকমের অসুখের প্রাদুর্ভাব ঘটবে। এ সকল সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে।
শিক্ষা ব্যবস্থা একটা সংকটের মধ্যে পড়ে আছে সেই করোনা শুরু হতে। এবারও বন্যার কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে। এখনো কোন নতুন তারিখ নির্ধারণ হয়নি পরীক্ষার। পরীক্ষার্থীরা হতাশার মধ্যে পড়ে গেছে। অটো পাশের ভয় তাদের তাড়া করে ফিরছে।
আসুন হুজুগে নয়, শুধু একদিকে নজর না দিয়ে সবদিকে দৃষ্টি দিয়ে গুরুত্ব অনুযায়ী সমস্যাগুলো সমাধান করুন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট