আকাশভাঙা বৃষ্টি এল
চোখ-পুকুরে ভার
দীঘির জলে আটকালো চাঁদ
জাগবে সারারাত।
কেউ কি ডেকে বলল তাকে
বাঁধভাঙা আজ সেকি
একমুঠো সেই স্বপ্নে দেবে
জলোচ্ছাসের ফাঁকি।
কান পেতে ঐ শুনি বাতাস
দিচ্ছে যে হাতছানি
কবে কোথায় বৃষ্টি হয়ে
ভিজলো পাতাখানি।
একটুকরো সবুজ বুকে
আকাশভাসি সাজ
ঘুম ভাঙলো গভীর গোপন
একতারাটির আজ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট