রাজধানীর তাঁতি বাজারের দেড়শ বছরের প্রাচীন শ্রী শ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দিরে আগামীকাল শুক্রবার ১৬ আষাঢ় (১লা জুলাই ২০২২) থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হবে।
জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির প্রচার সম্পাদক শ্রী ভুলু চন্দ্র ঘোষ জানান, শুক্রবার বিকাল ৪:৩১ মিনিট থেকে ভক্তদের টানা সেই রথ তাঁতীবাজার মন্দির থেকে শিব মন্দির, বাবুবাজার পুলিশ ফাঁড়ি, পটুয়াটুলী, ভিক্টোরিয়া পার্ক, শাখারি বাজার মোড়, জনসন রোড, রায় সাহেব বাজার মোড়,জনসন রোড, রায় সাহেব বাজার মোড়, ইংলিশ রোড হয়ে তাঁতীবাজার জগন্নাথ দেবের মন্দিরে এসে অবস্থান করবে। সনাতন ধর্মমতে, জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ। জগন্নাথ শব্দের অর্থ হলো এই জগতের ‘নাথ’ বা ঈশ্বর।
স্কন্দপুরাণে জগন্নাথ দেবের রথ যাত্রার কথা উল্লেখ করে বলা হয়ছে যে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে ভগবানের শ্রীবিগ্রহ কে যে দর্শন করবেন, তিনি অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করবেন। যদি কেউ ভক্তিসহকারে একবার স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করবেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট