1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবারকে জরুরী খাদ্য সহায়তা প্রদান

সিজুল ইসলাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ জুলাই, ২০২২
উপহার পেয়ে খুশি মনে বাড়ি ফিরছেন এক নারী। ছবি: অদেখা বিশ্ব
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর আর্থিক সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান ও ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট এর আয়োজনে ১০০০ পরিবারকে জরুরী খাদ্য সহায়তা উপহার হিসেবে প্রদান করা হয়।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি: অদেখা বিশ্ব

সপ্তাহব্যাপী সিলেট সিটি কর্পোরেশন, সিলেট সদর, বিশ্বনাথ, বিয়ানীবাজারের ১৪ টি স্পটে ৩০ জুন থেকে ০৪ জুলাই ২০২২ পর্যন্ত জরুরী খাদ্য সহায়তা উপহার হিসেবে পৌঁছে দেন। প্রথম দিন এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, গণসাক্ষরতা অভিযান এর প্রোগ্রাম ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর সিলেট ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোজাম্মেল হক সহ আরো অনেকে।

গণসাক্ষরতা অভিযান সিলেট এবং সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আদিবাসী, ট্রান্সজেন্ডার, সংস্কৃতিকর্মী, বেদে, জেলে, বিধবা, তালাকপ্রাপ্ত, নারী প্রধান পরিবার, স্কুল পড়–য়া পরিবার, বস্তির বাসিন্দা, ভূমিহীন এবং প্রতিবন্ধী তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তার উপহার পৌঁছে দিচ্ছে। এ কর্মসূচির প্রথম দফা শেষ হলো আজ।

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারদের কাছে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। ছবি: অদেখা বিশ্ব

পাঁচ সদস্যের প্রতিটি পরিবারের জন্য পনের দিনের খাদ্য সম্বলিত প্রতিটি প্যাকেটে দশ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আটা, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক লিটার তেল, হাত ধোয়া সাবান একটি, কাপড় ধোয়া সাবান একটি, গুড়া দুধ চারশো গ্রাম, ওর স্যালাইন দশ প্যাকেট রয়েছে।
চলতি মাসে সিলেটে আরো ৫০০ এবং সুনামগঞ্জে ১৫০০ পরিবারকে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews