1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাইবার সুরক্ষা অধ্যাদেশ হয়রানিমূলক ধারা বাদ, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ সীমিত আরব বসন্ত ও বাংলাদেশ বিশ্বের ক্ষুদ্রতম নদী রো আহমেদ ইমতিয়াজ বুলবুলের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিল্পী আসিফ আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শুধু রাজস্ব আদায় করবে এনবিআর বাঁওড় ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে জলমহাল নীতিমালা প্রণয়নে দেশব্যাপী স্মারকলিপি পেশ অভিনয়ের বাইরে র‌্যাম্পেও ঝলমলে রুনা খান অতি বিপ্লবী চিন্তা-ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয়: মির্জা ফখরুল

ডা. মোজাহিদুল হকের ধারাবাহিক গল্প ৫২

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২

জীবনের গল্প

-ডা. মোজাহিদুল হক

পর্ব-৫২

সমুদ্রে নিম্নচাপের তৈরী হয়েছে ।আকাশের বৃষ্টি যেন এই বাড়ীটার ওপরেই বর্ষণ করছে । হাওয়ায় হাওয়ায় ঠোকাঠুকি হচ্ছে । বারান্দার ওপর বাদলা সকালের ফ্যাকাশে আলো পড়ছে । অহনা তখনও বিছানায় শুয়ে আছে । ঠান্ডা পড়ছে ডিসেম্বর মাস তার উপর বৃষ্টি । চাদরটা গলা পর্যন্ত টেনে নিয়ে ঘুমাচ্ছে কি শান্ত ভাবে ! আশে পাশের বাড়ীর ফাঁক ফোকরে দৈত্যের মতো অন্ধকার জমে আছে । অন্ধকার জমে আছে আমাদের পুরো ফ্ল্যাট জুড়েই । বারান্দায় অহনার লাগানো মাধবী লতায় কয়েকটা পাখি এসে কিচির মিচির করে আজকাল । হু হু করে হাওয়া বইছে । এমন বৃষ্টি হলেই গ্রামের বাড়ীর কথা খুব মনে পড়ে । এরকম বৃষ্টি হলে বাড়ীর সামনের পুকুরের কাক চক্ষুর মতো জলে বৃষ্টির ফোটা ঝরে পড়ার দৃশ্য কি যে ভালো লাগত ! মনে পড়ে ছোট বেলায় অনেক বৃষ্টি হলে পুকুর ভেসে যেত , টলে টলে পানি পুকুরের উত্তর পাড় ঘেঁষে , ঘন ঝোপ আর জঙ্গলের পাশ দিয়ে বাজারের বড় রাস্তা পেরিয়ে খালে গিয়ে পড়ত । নির্জন , ভেঙে পড়া মাদ্রাসার পেছনে ঝোপ জঙ্গলের দিকে তাকালে কেমন ভয় ভয় করতো । নিচে জমিতে জাল নিয়ে নেমে পড়তো ও পাড়ার ছেলেরা । বৃষ্টি কমে গেলে ও বাঁশঝাড় থেকে অনবরত টপটপ করে জল ঝরে কি যে মায়াবী এক দৃশ্যের সৃষ্টি করত ? রাতে ঝোড়ো বাতাসে বাঁশে বাঁশে ঘষা লেগে কেমন এক অদ্ভুদ শব্দ তৈরী হতো , শৈশবের আমার মত ভাবত দৈত্যরা বুঝি বেরিয়ে পড়েছে । এক্ষুনি হয়তো বলবে হাউ মাউ খাউ , মানুষের গন্ধ পাও । কাঁথা দিয়ে মাথা ঢেকে আমি আর সেজ ভাই তখন ভয় নিয়েই ঘুমিয়ে পড়তাম । উঠানের জমা জলে রোদ পড়ে চিক চিক করত , আমার সেসব দেখতে খুব ভালো লাগত । পেছনের জমিতে জল জমত ,সে জলে ব্যাঙেদের গ্যাংগর গ্যাং শুনতে শুনতে হারিয়ে যেতাম অচেনা এক অচিন পুরে । আহারে গ্রাম !আহারে ছোট বেলা !

ঠান্ডা নামছে হিম , চাঁদ ফুটে আছে শহরের বড় গাছ গুলোর মাথায় । পাশের বাড়ীর ছাদে অল্প বাতাসে একটা বড় কলার পাতা একবার বুক দেখায় আবার একবার পিঠ দেখায় । পশ্চিম থেকে একটা হিমেল বাতাসের ঝাপটা এলো । বারান্দায় পাক খাচ্ছে সে বাতাস । শির শির করছে । বাইরে নিউমোনিয়া রোগীর শ্লেষ্মার মতো জমে বসেছে কুয়াশা । চারপাশের পৃথিবীটা স্তব্দ । শুকনো পাতার ওপর শিশির পড়ার শব্দ টপ টপ । প্রায় সারারাতই পাশের রাস্তা দিয়ে গোঁ গোঁ শব্দ করে বাস – ট্রাক যায় । ঢাকায় এই কয়দিন শীতই নামেনি গত ক’দিন পড়তে শুরু করেছে । আবীর আর আমি হুট করে কোন পরিকল্পনা ছাড়াই কুষ্টিয়া থেকে বেড়িয়ে এলাম । আলো ফোটার আগেই ঢাকা ছেড়ে বেরিয়েছি । মাথার ওপর দিয়ে একঝাঁক কাক উড়ে গেল । হেমায়েত পুর পার হতেই শীত কুয়াশা দু’টোরই দেখা মিলল । আবীর খেয়ালি করে শীতের কাপড় নেয় নি । সাটুরিয়া পৌছেছি টের পাচ্ছি আবীর শীতে হি হি করে কাঁপছে । পদ্মা পেরিয়ে রাজবাড়ী ঢুকেছি অম্নি কি এক নৈসর্গিক দৃশ্য । মাঠের ধান কাটা হচ্ছে । কয়েকটা জমিতে আঁটি বাঁধা ধান পড়ে আছে । দুর থেকে হালকা কুয়াশায় যুদ্ধক্ষেত্রে অগনিত মৃত সৈনিকের মতো লাগছে আঁটি গুলো । থেমে দাঁড়ালাম । শিশিরে ধুয়ে ধুয়ে ধানের শিষগুলো চকচকে সোনার মতে লাগছে । রাস্তার ধারের ডোবায় কচুরিপানার ফুল ফুটে আছে । সেখানে এক ঠ্যাঙের ওপর ভর দাঁড়িয়ে কয়েকটা বক । তার পাশে কাদাখোঁচা , লম্বা ঠোঁট খচখচ করে ক্ষতবিক্ষত করছে কাঁচা কাদা । বহুদিন পর কাদোখোঁচা দেখলাম । বড় রাস্তা ধরে আমাদের পাশ কাটিয়ে হুস হুস করে পার হয়ে যাচ্ছে গাড়ী । ঠান্ডা হাওয়ার ঝাপটা আসছে ,তাতে নিকোটিনের ইচ্ছা বেড়ে যাচ্ছে কয়েক গুন ।

রান্না ঘরে এল অহনা । ষোলো সতের দুইদিন ছুটি । শহরের লোক সব দল বেঁধে ছুটছে গাঁয়ের পানে । আর যাদের টাকার ছড়াছড়ি তারা যাচ্ছে ট্যুরিস্ট স্পটে কক্সবাজার নয়তো হিলে । অহনা লম্বাটে কফি মগখানা আমার হাতে ধরিয়ে দিয়ে চুপচাপ বসেছে সোফায় । একটু যেন চটে আছে । চটবেই না বা কেন ? কোথাও ঘুরতে যাবার ফুরসত করতে পারি না । আঠারো তারিখ ছুটি নিতে পারলে কোথাও যাওয়া যেত । ছুটি নিতে পারবে ? ছুটি নিয়ে কী হবে ? অহনার স্বরে মৃদু অভিমান । বাইরে এখনো বিকেল । রোদ নেই , নিউমোনিয়া রোগীর শ্লেষ্মার মতো কুয়াশায় চারদিক আবছা । অহনা টিউব লাইট জ্বেলে পর্দা টেনে দিল । চেম্বারে যাবার পথে ভাবছি অহনা কে একটু চমকে দেব । কয়েকদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে , মেজো মা’র হাতের আলু ঘাঁটা  আর গরুর মাংস খেতে নাকি জান হাঁসফাঁস করছে । এসব খেতে মানুষের জান হাঁসফাঁস করে জানতাম না । ওকে দুদিনের জন্য বরং কুষ্টিয়াই নিয়ে যাই । মেজো মা’র হাতের আলু ঘাঁটা আর গরুর মাংশ বরং খাইয়ে নিয়ে আসি । সক্কাল সক্কাল অফিসে বেরিয়ে গেল অহনা । আব্বার কথা খুব মনে পড়ছে । সতেরো তারিখ আব্বার মৃত্যু দিবস । আব্বার কথা মনে হলেই বুকটা ভারী হয়ে আসে । কী চমৎকার গল্প বলত আব্বা , কথনের জাদুতে বিস্তার করতো সম্মোহন । ছোট বেলায় আব্বা যখন ইংরেজী বই পড়ে শোনাত , আনমনা হবার জো ছিল না । মারা যাবার আগে মুম্বাই থেকে আসার পর আমাকে বলত রিটায়ারমেন্টের পর সারাদিন পড়োশোনা আর লেখালেখি করব । চাকুরী জীবনের কথা ,সমাজের অসংগতির কথা , তোর আম্মাকে নিয়ে ইচ্ছে মতন ঘুরে বেড়াব । রাজনীতি করব , ইলেকশান করব ……। কিন্তু কিছুই পারলেন না । দুপুরে অহনা খেতে এল । সোফায় পাশে বসিয়ে ওর হাত ধরে আছি ও বুঝতেই পারল না আব্বার জন্য আমার মন খুব খারাপ করছে । আব্বার কথা মনে করে রোজ আমার চোখের কোল চিকচিক করে , কেউ দেখে না ।

মেসেঞ্জারেই অহনাকে মেসেজ পাঠালাম , চল কুষ্টিয়া যাই । আঠারো তারিখ ছুটি নাও । অহনা বলল ছুটি নিতে হবে না , চাকরি করা মেয়েদের একটু কায়দা করে ছুটি নিতে হয় । বললাম একটু আগে বেরুতে পারবে ? – কেন ? চল ,আমার সাথে চেম্বারে তারপর ওখান থেকে গাড়ীতে তেল নিয়ে বাসায় ফিরব । তাহলে তুমি পাঁচটায় অফিসের সামনে চলে এসো । না , তুমিই বরং তোমার আগের মেস বাড়ীটার সামনে থেকো আমি তোমাকে তুলে নেব । অহনাকে বললাম তোমার বাড়ীতে কাউকে কিছু বলার দরকার নেই । হুট করে গিয়ে চমকে দেব সবাই কে । অহনা মাথা নাড়ল বটে তবে আমি জানি ও তার মা’কে কল না করে থাকতেই পারবে না ।

বাইরে এখনো অন্ধকার । কুয়াশার মিহি একটা চাদর চরাচরে । রাস্তায় একটা লোক ও নেই । শ্যামলীর মূল রাস্তায় ওঠেছি অম্নি সব রাস্তা বন্ধ সমস্ত ইউটার্ন বন্ধ করে দিয়েছে পুলিশ । প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে যাবেন । শেষে ঘুরে আসাদ গেট হয়ে , বসিলা রোড দিয়ে বেঁড়ি বাঁধের ওপর দিয়ে গাবতলীর দিকে রওয়ানা হলাম । লম্বা গাড়ীর লাইন , সারি সারি গাড়ী দাঁড়িয়ে । টেনেটুনে লাইনের মাথায় দাঁড়িয়ে দেখি সামনে পুলিশের ব্যারিকেড । পাক্কা দুই ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে পার হলো । লোকজন খিস্তি করছে । সরকারি টাকার এতো শ্রাদ্ধ্য হচ্ছে আর প্রধান মন্ত্রীর জন্য একটা হেলিকপ্টার কেনা যাচ্ছে না ? দু’তিন ঘন্টা শুধু উনার চলাচলের জন্যে পাবলিকের নষ্ট হলে তার জবাব কে দেবে ?? ঘোড়ার মাথা । শুধু বসে বসে বাকত্যালা হজম করা যায় ? কনকনে ঠান্ডায় এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা যায় ! অহনা অস্থির হচ্ছে । কিছু না বলে ফোঁস করে একটা শ্বাস ফেলল শুধু । এতক্ষনে ফেরীতে থাকার কথা । ভাগ্যদেবীর ঠাট্রা ছাড়া আর কী ! কত কিছুই তো কল্পনা করে মানুষ , সব কি আর ঘটে সেই মতো ?  ভাবলাম রাজবাড়ী গিয়ে সকালের নাস্তা করব , কখন যে কোত্থেকে এক উটকো ঝামেলা এসে ভেস্তে দেয় সাজানো ছক । হয়তো এটাই জীবনের নিয়ম ।

ফেরীতে যখন উঠেছি তখন ঝকঝকে রোদ ,তবে তাপহীন । ছানা কাটার মতো আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে । নতুন বেনারসীর মতো ঝলমল করছে চারধার । ফেরীতে নানা রকম গাড়ী , নানা অচেনা লোক তাদের ছেলে মেয়ে বৌ । আমি নিস্পৃহ চোখে চেয়ে দেখি । পাড়ে ভিড়ল ফেরী । স্টার্ট দিতেই মেঘের মতো গুর গুর করে ডেকে ওঠে আমার ভিকরান্ত মোটর সাইকেল । পোড়া পেট্রোলের গন্ধ আসে নাকে । বড় রাস্তায় উঠি । ক্রমে গাড়ীর সংখ্যা বাড়তে থাকে রাস্তায় । গোয়ালন্দ বাজার ফেলে সামনে এগিয়ে যাচ্ছি , পথটি বড় একা লাগে । হাতের বামে একটা পোড়া ভিটে । ভাঙা , শ্যাওলা- ধরা ইটের পাঁজা স্তুপ হয়ে আছে । আগাছায় ডুবে যাচ্ছে আস্তে আস্তে । জায়গায় জায়গায় পড়ে আছে ধ্বংসাবশেষ । কয়েকটা দেয়ালের অস্তিত্ব তবে মাথায় সবুজ মুকুট – মৃত্যুর । মানুষ গাছ কাটে বসত গড়ে , মানুষ মরে গেলে জনহীন বাড়ী আবার দখল করে গাছেরা , প্রকৃতির প্রতিশোধ কি ? হয়তো । ভর দুপুরে সেখানে ঝিঁঝিঁ ডাকছে । হঠাৎ আমার মনে হয় প্রাচীন কোন রাস্তায় পঙ্খীরাজে ভেসে বেড়াচ্ছি আমি আর অহনা । কয়েকদিন বৃষ্টি হয়ে গেল শীতকালে । তারপর ঝাঁকিয়ে শীত পড়ছে । চাষীর পেঁয়াজ চাষের সর্বনাশ হলো । কালুখালি পার হচ্ছি আর পেঁয়াজের পঁচা গন্ধ নাকে লাগছে । কুয়াশা সরে গিয়ে নীলাভ মেঘের মতো দুরের গ্রাম দেখা যাচ্ছে । মাঝে চা খেতে একজায়গায় দাঁড়ালাম । খৈয়ের মোয়া হাতে ছোট্র একটা বাচ্ছা দাঁড়িয়ে আছে দুরে । ছোট বেলায় আমরা ও খুব মোয়া খেতাম আম্মা বানিয়ে দিত । আহা !এমন শীতে ধোঁয়া ওঠা ভাতে ঘি মাখিয়ে উঠানে বসে খেতাম । কতদিন ক্ষীর আর সবরিকলা দিয়ে মেখে মুড়ি খাওয়া হয়নি । রাস্তার পাশের বাড়ীর উঠানে রোদে দেওয়া কলাই খুঁটে খাচ্ছে শালিখ । লুকিং মিররে অহনার ঢুলু ঢুলু চোখ । আমি আবার মোটর সাইকেল সাইডে দাঁড় করাই । চা খাই । গড়াই নদীতে সাদা পাল তুলে মন্থর নৌকা যাচ্ছে কোন স্বপ্নের দেশে । গড়াই ব্রীজ পার হয়ে কুষ্টিয়া । আমরা এগিয়ে চলি , দুপুরের নিঃঝুম আলোছায়ায় । মায়াবী আলোয় এক অচেনা দেশের  পথঘাট পার হয়ে কিছু প্রিয় মানুষের কাছে ফিরে আসি ।

মেজো মা’দের বাড়ীর পেছনের দিকটা যেখানে দাদা দাদুর কবর সে জায়গাটা বড় নির্জন । ঠিক কবরের ভেতরের মত । ঘন অরণ্যের গন্ধ , পাখির ডাক , তার নীচে কুল কুল করে বয়ে চলা হিশনা  । সেখানে গেলে খুব একা লাগে । অহনার মেজো আব্বা বড় ভালো মানুষ । শ্যামলা মানুষটার শরীরের রংয়ে কি একটা দ্যুতি আছে । সেই রঙে রোদ পড়লে আলো দেয় । সন্ধ্যার সময় বড় সুন্দর ভঙ্গিতে ড্রয়িং রুমে বসে টিভি দেখেন । ছেলে ,ছেলের বউ , নাতী- নাতনিদের নিয়ে গল্প করেন । মাঝে হার্টের সমস্যার কারনে শরীরখানি একটু ভেঙে গেছে । এবার যাওয়ার পর দেখি পুরনো ফুল হাতা সোয়েটার তার ওপর শাল জড়িয়ে বারান্দায় বসে আছেন । আমাদের দেখে সে কী সৌম্য হাসি । দেখেই প্রাণ জুড়িয়ে যায় । বারান্দায় বসে গাছগাছালির দিকে চেয়ে চুপ করে বসে থাকেন । তাঁর চোখে মুখে অপার মায়া ঝরে পড়ে । ভূমি , অর্থ এবং সন্তান এই তিন নিয়ে পুরুষের অধিকার বোধ আর প্রায় এইতিনই তার যথেষ্ট আছে । সুখবোধ মিশ্রিত নানা দুঃখ হয়তো তার আছে তবে সেগুলো তাকে হয়তো তেমন একটা ছোঁয় না । তাঁর দীর্ঘ শরীর অনেক রোগা হয়ে গেছে । অহনার খাবার সব আব্দার মেজো মা’র কাছে । ডালের বড়ি খাবে তো মেজ মা , পিঠে পুলি খাবে তো মেজ মা ,যাই ই পরাণে খুঁজুক মেজো মা কে বলতেই হবে । আর মেজো মা ও দশভূজার মতো সে সব জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েন । এবার ছয় বেলার তিন বেলাই কাটলো মেজ মায়ের ঘরে । আলু ঘাটা , গরুর মাংস , ক্ষেতের চালের ভাত , কলাই ডাল সব খাওয়ালো । বললাম , মেজো মা জ্বালাতে এসেছি এবার । মেজো মা বলে , সে কী কথা ছেলে পুলে মা কে জ্বালাবে না তো কাকে জ্বালাবে ? যেদিন চলে আসবো তার আগের দিন রাতে মরিচের ভর্তা চিতোই পিঠা চুলো থেকে নামিয়ে কি যত্ন করে খাওয়াচ্ছেন আর আমি ধোঁয়া ওঠা সে পিঠা ভর্তা মেখে সমানে খেয়ে যাচ্ছি । সাথে রুবেল ভাইয়ের বউ , ভাবীকে দেখলে মনে হয় এই মানুষটাকে সৃষ্টিকর্তা বোধ করি মেজো মায়ের সংসারের বউ করবেন বলেই বানিয়েছেন । আচমকা কেউ এলে ভুলে মনে করতে পারে এ বুঝি এ বাড়িরই মেয়ে । অবশ্য এ কৃতিত্ব মেজো মায়েরই । অন্য বাগানের গাছ যেমন আরেক বাগানে পুঁতলে যত্ন আত্তি করে তাকে সে বাগানে সহনীয় করে নিতে হয় , তেমনি অন্যের বাড়ীর মেয়েকেও নতুন সংসারে সহনীয় করার দায়িত্ব টা শ্বাশুড়ীরই । আর সেটা পরিপূর্ণ করেছেন মেজো মা । তা করেছেন বলেই পেয়েছেন নির্ঘাত লক্ষ্মী ।

তখন ভোরবেলা । গাড়ী চলছে গভীর গাছপালার সবুজের ভেতর দিয়ে । পাখ – পাখালির ডাক । কুয়াশার আবছায়ায় সরু একটা খালের পাশ দিয়ে ছুটছি । কী শীত! কী নির্জনতা । কী যে মায়া পৃথিবীর , সবুজের কী বৈরাগ্যের রঙ লেগে আছে দুরের বিস্তারে । কোথাও পৌছাতে ইচ্ছে করেনা । চলুক এই মোটর সাইকেল টা অনন্ত যাত্রায় । এই ভোর বেলাটি স্থির থাকুক তার কুয়াশার আবছায়া নিয়ে । সামনে কোথাও ঢাকা বলে কোন জায়গা নেই যেমন নেই পেছনের কুষ্টিয়া । এবার ছোট গিন্নী অনেক বাধা পেরিয়ে আমাদের সাথে যাচ্ছে ঢাকায় । পথে যেখানেই থামছি , চেয়ে দেখছি ছোট গিন্নীর চোখে দুনিয়ার কৌতুহল । গোয়ালন্দ ঘাটের আগে একজায়গায় চা খেতে দাঁড়িয়েছি । দোকানীর চারধারে  পানজর্দা , আতরের সুগন্ধ মেশানো এ পরিমন্ডল । আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় । আমার এক জ্যাঠাতো ভাই শৈশবে আমাদের বাসায় থাকতেন । দুই তিন খিলি পান এক সঙ্গে মুখে পুরে চিবোতেন তিনি । তিনি বাড়ীতে আমাদের পড়াতেন । শক্ত শক্ত অঙ্ক কি অনায়াসে কষে দিতেন । ফেরীতে উঠেছি । নদীর জল তখন স্থির , শান্ত । বহু দুর পর্যন্ত শান্ত মহা নীলাকাশ । দিগ্বলয়ে হস্তীযূথের মতো মেঘখন্ড চলে যাচ্ছে । নদীর জলের ওপর রোদের মিতালি । যত এসে পড়ছি ইট কাঠের হৃদয়হীন এ শহরে ততই ছোট গিন্নীর ছোখ চকচক করছে । অজানা বিস্ময়ে !

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews