হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬ হাজার ৫০১ হজযাত্রী। এদিকে মক্কায় আরো এক হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে হজ মৌসুমে মোট ২১ হজযাত্রী মৃত্যুবরণ করেন। আজ রবিবার (১৭ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বুলেটিন সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৬ জুলাই) মক্কায় ঢাকা জেলার মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮) নামের এক হজযাত্রী মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর- EE0064888।
বুলেটিন সূত্রে আরো জানা যায়, গত তিন দিনে ১৮ ফ্লাইটে মোট ৬ হাজার ৫০১ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮টি, সৌদি এয়ারলাইন্সের ৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়।
সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ২১ হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ৬ জন। তাদের মধ্যে মক্কায় ১৬, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান। তারা হলেন- ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলার তপন খন্দকার, সিরাজগঞ্জের কামারখন্দের মো. রফিকুল ইসলাম, রংপুরের মো. খয়বর হোসেন, নঁওগার মো. আব্দুল মোত্তালিব, ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার, সিলেটের মো. ফয়জুর রহমান, টাঙ্গাইল জেলার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলার ফারজিন সুলতানা এবং সর্বশেষ ঢাকার মোরশেদ হাসান সিদ্দিকী।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট