1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রানীরপাড়া স্কুলে আলোর প্রদীপ সংগঠনের পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ ময়মনসিংহে ‘আদিবাসী শিশুদের শিক্ষা: অংশীজনের প্রত্যাশা’ বিষয়ক মতবিনিময় সভা নেত্রকোণায় নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষা: অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা সোনাতলায় মাদকের ব্যপকতা প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ সোনাতলায় মাদক নির্মূলের দাবিতে নাগরিক কমিটির স্মারকলিপি প্রদান বৈশ্বিক অর্থায়ন সংকটের প্রেক্ষিতে এনজিওদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা প্রবীন নাট্যকর্মী বাবলু খানের মৃত্যুঃ বিভিন্ন মহলের শোক পশ্চিম বঙ্গের কবি মনিকা রায়ের কবিতার ডায়েরি থেকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা মতিন কাজীর চিকিৎসার খোঁজ নিলেন ভিপি সাইফুল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলালিংক ও যমুনা ব্যাংককে আইনি নোটিশ দিয়েছেন সাকিব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২

সাত বছর আগে চুক্তির মেয়াদ শেষ হলেও বেআইনিভাবে ‘ব্র্যান্ড ইমেজ’ ব্যবহার করে চলায় মোবাইল ফোন অপারেটর বাংলালিংক এবং যমুনা ব্যাংক লিমিটেডের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

প্রাথমিকভাবে প্রায় ছয় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রবিবার বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। কুরিয়ার সার্ভিস ও রেজিস্ট্রি ডাকে তার পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল হাদী।

নোটিশে বলা হয়েছে, ‘ব্র্যান্ড ইমেজ’ ব্যাবসায়িক কাজে সীমিত ব্যবহারের জন্য ২০১৪ সালের ২১ জানুয়ারি বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করে। ২০১৬ সালের ২১ জানুয়ারি চুক্তির মেয়াদ শেষ হলেও বাংলালিংক ব্যাবসায়িক স্বার্থে সাকিব আল হাসানের ব্র্যান্ড ইমেজ ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করছে বলে প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের বেআইনি ও অনৈতিক কাজ চুক্তি ভঙ্গ ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৬ ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারা, কপিরাইট আইন ২০০০-এর ৮২ ধারা এবং দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারার লঙ্ঘন।

৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি নোটিশে সাকিব আল হাসানের ছবি, স্বাক্ষরসহ তার ব্র্যান্ড ইমেজ বিজ্ঞাপনে বেআইনিভাবে ব্যবহার না করতেও অনুরোধ করা হয়েছে বাংলালিংক ও যমুনা ব্যাংককে। এ ছাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত সাত বছরে বাংলালিংক ও যমুনা ব্যাংক সাকিব আল হাসানের ব্র্যান্ড ইমেজ ব্যবহার করে কত টাকা মুনাফা করেছে তার হিসাবও চাওয়া হয়েছে নোটিশে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে প্রাথমিক ক্ষতিপূরণসহ অভিযোগের লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। ব্যর্থ হলে ফৌজদারি মামলাসহ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে নোটিশে।

আইনি নোটিশ পাঠানোর কথা স্বীকার করলেও এর বাইরে আর কিছু বলতে চাননি সাকিব আল হাসান।

তবে তার আইনজীবী আশরাফুল হাদী বলেন, ‘সম্প্রতি আমার মক্কেল জানতে পেরেছেন যে ২০১৬ সালে চুক্তির মেয়াদ শেষ হলেও বাংলালিংক এখনো তার ব্র্যান্ড ইমেজ ব্যবহার করছে। যে কারণে প্রাথমিকভাবে ক্ষতিপূরণ চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। ‘

যমুনা ব্যাংককে কেন নোটিশ পাঠানো হয়েছে জানতে চাইলে এ আইনজীবী বলেন, ‘যমুনা ব্যাংকের বুথে সাকিব আল হাসানের ছবি সংবলিত বাংলালিংকের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। তার মানে বাংলালিংক ও যমুনা ব্যাংকের মধ্যে আন্ত ব্যাবসায়িক সম্পর্ক আছে। পরোক্ষভাবে হলেও যমুনা ব্যাংক সাকিব আল হাসানের ব্র্যান্ড ইমেজ ব্যবহার করছে। ‘ যে কারণে যমুনা ব্যাংককেও এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানান এ আইনজীবী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews