আজ ৩১ জুলাই ২০২২ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির আয়োজনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য, খুলনা জেলার সাবেক সভাপতি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, কমরেড রতন সেন-এর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও বিচারের দাবীতে জেলা কমিটির সভাপতি এ্যাড. আবুল হোসেনের সভাপতিত্বে বিকাল ৫টায় যশোর দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা পার্টির সাধারন সম্পাদক ইলাহদাদ খান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহাবুবুর রহমান মজনু, জেলা কমিটির সহ সাধারন সম্পাদক এ্যাড. আমিনুর রহমান হিরু, সদস্য আব্দুর রহিম, মফিজুর রহমান নান্নু, আব্দুল জলিল, জেলা সংগঠক মহিবুর রহমান।
বক্তারা বলেন ৩০ বছর পার হলেও কমরেড রতন সেনের হত্যাকান্ডের বিচার এখনো সম্পন্ন হয়নি। এ ধরনের হত্যা কান্ডের বিচার না হওয়া, বিচারহীনতা দেশের হত্যা খুনের রাজনীতিকে চলমান রেখেছে। কমরেড রতন সেনের স্বপ্ন শোষনহীন সমাজ তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে কমিউনিস্টরা অবিচাল থাকবে।
সমাবেশ শেষে কমরেড রতন সেনের হত্যা মামলা পুনঃতদন্ত ও বিচারের দাবীতে মিছিল অনুষ্ঠিত হয়।