“বৃক্ষপ্রাণে প্রকৃতি- প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে ধারন করে যশোরে জেলা প্রশাসন ও যশোর সামাজিক বন বিভাগের আয়োজনে চলছে সপ্তাব্যাপী বৃক্ষমেলা-২০২২।
শহরের টাউন হল মাঠে গতকাল ৩১ জুলাই থেকে এ মেলা শুরু হয়েছে, চলবে আগামী ৬ আগষ্ট পর্যন্ত।
বৃক্ষমেলার উদ্ভোধন করেন, স্বপন ভট্টাচার্য্য, প্রতিমন্ত্রী স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রলয় কুমার জোয়ার্দার, বিপিএম বার,পিপিএম। পুলিশ সুপার,যশোর এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম মিলন সভাপতি যশোর জেলা আওয়ামীলীগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খাঁন।
বৃক্ষমেলায় যশোরের বেশ কয়েকটি নাম করা নার্সারী তাদের নানারকম ফল, ফুল, উদ্ভিদ ও ঔষধী গাছ প্রদর্শীন করছে। নার্সারীর মধ্যে কাশফুল, কম নার্সারী, দি এভারগ্রীন নার্সারী, সবুজ বাংলা নার্সারী, লিমন নার্সারী, ছায়াবৃক্ষ নার্সারী, চিত্রা নার্সারী উল্লেখযোগ্য।
এছাড়াও বিভিন্ন ফলজ ও ঔষধী গাছের প্রদর্শনীতে ছিলেন, সামাজিক বন বিভাগ,যশোর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র সহ সরকারী আরো কয়েকটি সংস্থা।
মেলায় আগতদের ভিন্নতা প্রদর্শনীর জন্য ছিলো আইডিয়া পিঠা পার্কের স্পেশাল স্টল। নানা রকম পিঠা ও বাঁশ পাতার চা দর্শনার্থীদের জন্য এক অনন্য আকর্ষন ছিলো।
সপ্তাহ ব্যাপী এ বৃক্ষমেলায় সকাল থেকেই নানা শ্রেনী পেশার বৃক্ষ প্রেমী মানুষের ভীড় ছিলো। বাবা- মায়ের সংগে আগামী প্রজন্মের শিশুদের বৃক্ষের সাথে পরিচিতির দৃশ্য ও ছিলো চোখে পড়ার মতো।