জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ থাকবে। ১৬ আগস্ট থেকে যথারীতি কমপ্লেক্স সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গত ২ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা তথ্য কর্মকর্তা মো. মঈনুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে জানান, ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট