1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকোর্টর নবনিযুক্ত ১১ বিচারপতির শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নব নিযুক্ত ১১ বিচারপতির শ্রদ্ধা নিবেদন। ছবি- সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত অতিরিক্ত ১১ বিচারপতি।

আজ শনিবার (৬ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিচারপতিরা। সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বাসসকে এ তথ্য জানান।

এর আগে গতকাল শুক্রবার (৫ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ১১ বিচারপতি। গতকাল সড়ক পথে পদ্মা সেতু হয়ে তারা টুঙ্গিপাড়ায় যান।

গত ৩১ জুলাই সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১১ অতিরিক্ত বিচারপতি শপথ নেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করান। ওইদিনই তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- পিআরএলে থাকা জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ, ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি এটর্নি জেনারেল আমিনুল ইসলাম, আইনজীবী আলী রেজা, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা জজ ফাহমিদা কাদের, ডেপুটি এটর্নি জেনারেল মো. বশির উল্লাহ, সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন এবং সুপ্রিমকোর্টের আইনজীবী এ কে এম রবিউল হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews