ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ ও তেজগাঁও বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার পদায়ন করা হয়েছে। রবিবার (৭ আগস্ট ২০২২) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
ডিএমপি হেডকোয়ার্টোর্সের এক আদেশে প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.জাফর হোসেনকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হককে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। আজ সোমবার ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট