রংপুর সিটির ধাপ এলাকা থেকে ৩১ জুলাই দুই কিশোর বাড়ি থেকে বের হয়ে আজও ফেরেনি। এ বিষয়ে কিশোরদ্বয়ের অভিভাবকরা রংপুর কতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।
সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, মোঃ আদহাম আল সামি এবং মোঃ আলাভী বিন আব্দুল্লাহ তাদের দু’জনেরই বয়স আনুমানিক ১৫-১৬ বৎসর। তারা গত ৩১/০৭/২০২২ খ্রিঃ তারিখে রংপুর-এর বাসা থেকে বিকাল ৫ঃ২৬ মিনিটে বের হয়ে অদ্যাবধি পর্যন্ত বাসায় ফিরে আসেনি। বাসা থেকে যাওয়ার সময় তাদের দু’জনের পিঠে স্কুল ব্যাগ ও দুইটি কাপড় রাখার ব্যাগ নিয়ে গেছে (যা সি সি টিভি ফুটেজে দেখা গেছে)।
সামীর পিতা জানিয়েছে রংপুর কোতোয়ালি থানায় ০১/০৮/২০২২ খ্রিঃ তারিখে দু’টি সাধারণ ডায়েরি করা হয়েছে, নং-২৬ ও ৩১। একই বিষয়ে রংপুর RAB-13 তে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, নং-১১১, তারিখ ০৬/০৮/২০২২ খ্রিঃ।
কোন স্বহৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেলে নিকটস্থ থানা/RAB অফিসে অথবা ০১৭১৬ ৫৬১৮৬৮, ০১৭১৬ ৩১৩৯৯৫, ০১৭২৮ ২৮৯৪৪৪ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।