রাশিয়ার কারাগারগুলোতে বন্দির ভিড়ে গিজগিজ অবস্থা। দণ্ডিতদের স্বাধীনতা ও অর্থ-সম্পদের প্রতিশ্রুতি দিয়ে পাঠানো হচ্ছে ইউক্রেনে যুদ্ধ করতে।
সরকারের প্রস্তাব নিয়ে আত্মীয়-স্বজন ও বন্দিদের মধ্যে ফোনে ব্যাপক কথাবার্তা হয়। তারপর একসময় ওই বন্দিরা কারাগার থেকে অদৃশ্য হয়ে যায়। তাদের আর খোঁজ মেলে না।
প্রিয়জনরা হাসপাতালে পাঠানো আহত সেনাদের তালিকা খুঁজে ফেরেন কেবল। রাশিয়াজুড়ে কারাবন্দিদের মধ্যে এ ঘটনা চলছে।
ইউক্রেনে প্রায় ছয় মাস ধরে চলা বিপর্যয়কর রক্তাক্ত আগ্রাসনে রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী চাপের মুখে পড়েছে। ক্রেমলিন এই ‘কুৎসিত যুদ্ধে’ কুৎসিত উপায়ই বেছে নিচ্ছে।
যুদ্ধের জন্য রাশিয়া যে বন্দিদের নিয়োগ করছে, ক্রমেই তার বেশি করে প্রমাণ মিলছে। এক মাসব্যাপী তদন্তে সিএনএন তাদের আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে কথা বলেছে।
আন্দোলনকর্মীরা মনে করেন, রাশিয়াজুড়ে বেশ কিছু কারাগারে শত শত কয়েদির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে আছে খুনি থেকে মাদক অপরাধী পর্যন্ত।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট