সাকিব আল হাসান আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। সম্প্রতি বেটিং সাইটের সঙ্গে চুক্তি করে এসেছেন আলোচনায়। যেই মুহূর্তে তার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার কথা, সেই মুহূর্তে তিনি বিসিবিকে না জানিয়ে বেটিং সাইটের সঙ্গে চুক্তি করে শাস্তির শংকায় আছেন। আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় চলছে মিটিং।
সেখানে পাপন-সাকিব ছাড়াও নির্বাচকমণ্ডলী এবং প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর উপস্থিত থাকার কথা।
কোনো ক্রিকেটার বিজ্ঞাপনী চুক্তি করলে বিসিবির থেকে অনুমতি নিতে হয়। এরপর চুক্তির কাগজপত্র জমা দিতে হয়। সাকিব এর কোনোটাই করেননি। কারণ তিনি জানতেন, বেটিং সাইটের সঙ্গে চুক্তিতে বিসিবি অনুমতি দেবে না। তিনি জেনেশুনেই এই পথে পা বাড়ান। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি কঠোর বক্তব্য দেওয়ায় তিনি চুক্তি বাতিল করেন। কিন্তু এর আগেই বেটিং ওয়েবসাইটটির উদ্দেশ্য সফল হয়, মানে তারা বিপুল প্রচার পেয়ে যায়।
শোনা যাচ্ছে, প্রচার পেয়ে যাওয়ায় চুক্তি বাতিল করার পরও নাকি সাকিবকে টাকা ফেরত দিতে হবে না। সে যাই হোক, এই স্বেচ্ছাচারমূলক আচরণ এবং আইন ভঙ্গের কারণে সাকিবের শাস্তি হওয়া উচিত ছিল। শেষ পর্যন্ত হয়তো সেটা হবে না। বোর্ড সূত্র থেকে যে খবর আসছে, তাতে সাকিবের নেতৃত্বেই এশিয়া কাপে যাবে বাংলাদেশ। তবে যদি লিটন দাস আর নুরুল হাসান সোহানের মাঝে কেউ একজন চোটে আক্রান্ত না হলে হয়তো সাকিব এ যাত্রায় বেঁচে যেতেন না।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট