1. fauzursabit135@gmail.com : S Sabit : S Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্কাউট কাহালু উপজেলা শাখার শ্রদ্ধা নিবেদন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট, ২০২২
জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা স্কাউটের শ্রদ্ধাঞ্জলি। ছবি- রুনা খান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ‍উপলক্ষ্যে বাংলাদেশ স্কাউট কাহালু উপজেলা শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে।

আজ ১৫ আগস্ট সকাল ১০ টায় বাংলাদেশ স্কাউট, কাহালু উপজেলা শাখার পক্ষ থেকে প্রথমে জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময়  কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসিবুল হাসান সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতি পাপিয়া সুলতানা এবং উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক আফরিন সুলতানা খান রুনা উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সহ সভাপতি শামসুল আলম, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, কমিশনার মোঃ আজিজুল ইসলাম, উপজেলা কাব লিডার এ এস এম মকবুল আহমেদ প্রমুখ।

কাহালু উপজেলা স্কাউটের আয়োজনে এরপর বিভিন্ন স্কুলের কাব স্কাউট ও স্কাউটদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে ছিলো আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী।

আলোচনা সভায় বক্তাগন বলেন, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন একটি সু-শৃঙ্খল জাতি হিসেবে এই বাংলাদেশের মানুষকে গড়ে তুলতে। আজ স্কাউট সদস্যদেরকে সেই দায়িত্ব নিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে স্কাউট সদস্যদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ স্কাউট কাহালু উপজেলা শাখা সেই কাজ করে যাচ্ছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews