দুর্নীতি বন্ধ, অর্থপাচার রোধ, গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির পায়তারা বন্ধ, শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১টায় পল্টন মোড় থেকে এই মিছিল শুরু হয়।
শাহবাগের মোড়ে মিছিলটিকে আটকে দেয় পুলিশ। তখন মিছিলে অংশগ্রহণকারী জনতা সেখানে সমাবেশ শুরু করে।
তারা দুর্নীতি বন্ধ, অর্থপাচার রোধ, গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির পায়তারা বন্ধ, শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে শ্লোগান দিতে থাকেন।
সমাবেশের একপর্যায়ে পুলিশের দেওয়া ব্যারিকেড মাড়িয়ে সামনে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। কিন্তু পুলিশ পথ আটকায়। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে কিনা- সেবিষয়ে এখনো তথ্য পাওয়া যাচ্ছে না।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট