পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) বিভাগের প্রধান হয়েছেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। বর্তমানে তিনি ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে রয়েছেন।
আজ মঙ্গলবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব সিআইডি প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান গত ৩০ জুলাই অবসরোত্তর ছুটিতে যান।
এরপর থেকে পদটি শূন্য ছিল। পদটি শূন্য থাকায় কে হবেন পরবর্তী সিআইডি প্রধান তা নিয়ে গুঞ্জন চলছিল। শেষে পদটিতে নিয়োগ পেয়েছেন ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মোহাম্মদ আলী মিয়া। ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট