বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাতমাথা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ মুহাইমিনুল হক ইমন এর ৩য় মৃত্যু বার্ষিকীতে আজ বিকাল ৫ টায় জেলা কার্যালয়ে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনার শুরুতে মুহাইমিনুল হক ইমন এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, আমিনুল ফরিদ, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, মতিয়ার রহমান, এ্যাডভোকেট লুৎফর রহমান, লিয়াকত আলী কাক্কু, সুলতান আহমেদ রবিন, সাদ্দাম হোসেন, সোহানুর রহমান, নাইম ইসলাম, নিয়ামুল ইসলাম আকিব প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মুহাইমিনুল হক ইমন জন্মের পর থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিল। ২০১৯ সালে ১৬ আগস্ট ইমন মৃত্যুবরণ করে।।