পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার হতে পারেন। গতকাল শনিবার দেশটির গণমাধ্যম জানায়, শীর্ষ গোয়েন্দা সংস্থা ইমরানকে গ্রেপ্তার করতে পারে।
বেআইনি অর্থায়ন মামলার বিষয়ে গোয়েন্দা কার্যালয়ে হাজিরা না দেওয়ায় ইমরান গ্রেপ্তার হতে পারেন বলে জানা গেছে। গত শুক্রবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফআইএ) ইমরান খানের কাছে দ্বিতীয় নোটিশ পাঠায়।
এর আগে গত বুধবার প্রথম নোটিশ পাঠানো হলেও ইমরান খান হাজিরা দেননি। এফআইএ-এর এক সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে তৃতীয় নোটিশ পাঠানোর পর ইমরান খানকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তবে ইমরান খান গত বুধবারই নোটিশ প্রত্যাহার করতে এফআইএকে আহ্বান জানান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট