1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

বঙ্গোপসাগর উত্তাল: ৪৯ ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১০২

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ২১ আগস্ট, ২০২২
ছবি- মোঃ শামিম

বঙ্গোপসাগরে ঝড়ের মধ্যে বরগুনাসহ উপকূলীয় এলাকায় ৪৯টি মাছধরা ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ হন ১০২ জন। জীবিত উদ্ধার করা হয় ৯৭ জনকে। এ ছাড়া অন্তত ১০৮ জেলেসহ ১৩টি ট্রলারের কোনো সন্ধান নেই। গত শুক্রবার ও বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার আজগরকাঠি এলাকার ছয়টি ট্রলার নিখোঁজ হয়। এগুলো হলো এফবি সৈকত, এফবি কেয়া, এফবি জুনাইদ, এফবি তাসলিম, এফবি জোসনা ও সোনারতরী। এসব ট্রলারে ১০২ জন জেলে ছিলেন। তাঁরা সবাই নিখোঁজ।

নিখোঁজ হওয়া ট্রলারের মালিক ও জেলে পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় জ্বালানি নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায় ট্রলারগুলো। বৃহস্পতিবার রাত থেকে সাগর উত্তাল হতে থাকে। নিরাপদে ফিরে আসা এক জেলে বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকেই সাগর উত্তাল হতে থাকে। সাগরের অবস্থা খারাপ দেখে আমরা দ্রুত চালিয়ে উপকূলে ফিরে আসি। আসার সময় সাগরে অসংখ্য ট্রলার দেখে এসেছি আমরা। এসব ট্রলারের ভাগ্যে কী হয়েছে, তা জানা নেই। ’

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া জানান, কয়েক দিন আগে একটি নিম্নচাপ শেষ হয়েছে। আবারও নিম্নচাপ শুরু হলে সাগর উত্তাল হয়ে পড়ায় বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত বিভিন্ন উপজেলার কয়েকটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত শুধু পাথরঘাটা উপজেলার ৩০টি মাছধরা ট্রলার নিখোঁজ রয়েছে।

শুক্রবার বঙ্গোপসাগরে ভোলার ছয় ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ৪৯ জেলে উদ্ধার হলেও অন্য জেলেরা নিখোঁজ রয়েছেন। এ ছাড়া শুক্রবার থেকে ৫৭ জেলেসহ আরো তিনটি ট্রলারের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে দুটি চরফ্যাশন উপজেলার। বাকি চারটি লালমোহন উপজেলার।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৫১ মাঝিমাল্লাসহ চারটি ট্রলারের খোঁজ মিলছে না। জানা গেছে, উপজেলার মৌডুবি ইউনিয়নের কাজিকান্দা গ্রামের বশির ফরাজি, জয়নাল ব্যাপারী, নিজকাটা গ্রামের মিলন মিয়া ও জহির হাওলাদারের মালিকানাধীন চারটি ট্রলার ৫১ মাঝিমাল্লাসহ নিখোঁজ আছে। গতকাল সকাল পর্যন্ত তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। এর আগে বৃহস্পতিবার রাত থেকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের আজহার, হালিম খান, মধ্য চরমোন্তাজের খলিল মুন্সি, রহম আলী মৃধা, বড়বাইশদিয়া ইউনিয়নের গাইয়াপাড়া গ্রামের আলাউদ্দিন গাজী এবং চরগঙ্গা গ্রামের আজহার দস্তুরের ছয়টি ট্রলার নিখোঁজ হয়।

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে পাঁচটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটে। শুক্রবার দিনভর ঝোড়ো হাওয়ার কবলে বঙ্গোপসাগরসংলগ্ন বাহির মান্দারবাড়িয়া এলাকায় এসব ট্রলার ডুবে যায় বলে সংশ্লিষ্ট বন বিভাগ সূত্রে জানা গেছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা পাঁচটি ট্রলারডুবির সন্ধান পান। ওই সব ট্রলারের জেলেদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বাগেরহাটের শরণখোলার দুটি মাছধরা ট্রলার শুক্রবার সন্ধ্যার দিকে ডুবে যায়। ডুবে যাওয়া এফবি কালাম ও এফবি খায়রুল ইসলাম নামের দুই ট্রলারে থাকা ৩৮ জেলেকে অন্য দুটি ট্রলারের জেলেরা জীবিত উদ্ধার করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews