জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহনের ভাড়া কমানোর দাবিতে ও বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) অর্ধদিবস (৬টা-১২টা) হরতাল পালনের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
আজ বুধবার (২৪ আগস্ট) পুরানা পল্টনের মুক্তিভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
এসময় আরো উপস্থিত ছিলেন- সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)’র বিধান দাশ, বাসদের রাজেকুজ্জামান রতন, সিপিবি’র মিহির ঘোষ, সিপিবি’র শামছুজ্জামান সেলিম, ডা. ফজলুর রহমান, আনোয়ার হোসেন রেজা, রাগীব আহসান মুন্না, লুনা নূর, ইউনাইটেড কমিউনিস্ট লীগের ডা. হারুন উর রশীদ, নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী)’র মানস নন্দীসহ অন্যান্য নেতারা।
এসময় রুহিন হোসেন প্রিন্স বলেন, সারাদেশের মানুষ এক দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা ধারাবাহিক লড়াই-সংগ্রামের মধ্যে এবার হরতাল আহ্বান করেছি। দেশের মানুষ আমাদের কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করেছে। এসময় দেশবাসীকে আগামীকালের হরতাল সফল করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সারাদেশে বিভিন্ন জায়গায় আমাদের প্রচার কাজে হামলা ও বাধা দেওয়া হয়েছে। এসব উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। বর্তমান সংকটে মানুষ বাঁচাতে সরকার দায়িত্বশীল আচরণ না করে নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে। সম্প্রতি মোটা চালসহ চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রভাবে সর্বত্র মূল্যবৃদ্ধি মানুুুুষের জীবনকে একেবারেই অতিষ্ঠ করে তুলছে। এরপর এই মূল্যবৃদ্ধি মানুষ কোনোভাবেই সহ্য করতে পারছে না।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট